কলেজের কল্যাণ তহবিল ভাণ্ডার থেকে আর্থিক সাহায্যের জন্য তোমার কলেজের প্রিন্সিপ্যালের নিকট একটি আবেদন পত্র লেখ
কলেজের কল্যাণ তহবিল/দরিদ্র ভাণ্ডার থেকে আর্থিক সাহায্যের জন্য তোমার কলেজের প্রিন্সিপ্যালের নিকট একটি আবেদন পত্র লেখ ৷
অথবা, দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি দরখাস্ত লেখ ।
বরাবর, অধ্যক্ষ/অধ্যক্ষা,
কবি নজরুল কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা ।
বিষয় : কল্যাণ তহবিল/দরিদ্র ভাণ্ডার থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন ৷
মহোদয়,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি আপনার কলেজের স্নাতক (মানবিক) শ্রেণির একজন নিয়মিত ছাত্র। গত দু বছর যাবৎ এ কলেজে অধ্যয়ন করে আসছি। এবং এই দু'বছরে আমি স্নাতক শ্রেণি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে স্নাতক শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। স্নাতক শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষাতে শতকরা ৮০ ভাগ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছি। আমার বাবা একজন সামান্য ব্যবসায়ী। ব্যবসা করে আট জন লোকের একটি পরিবারের ভরণপোষণ করে আমাদের লেখাপড়ার খরচ তিনি বহন করতে পারছেন না। সেজন্য আমাদের পরিবার এখন আর্থিকভাবে অতিকষ্টে আছে এবং আমার ও আমার ছোট ভাইবোনদের পড়াশুনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
অতএব, সবিনয় অনুরোধ, আমার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কলেজের দরিদ্র ভাণ্ডার/কল্যাণ তহবিল থেকে সাহায্য মঞ্জুর করে আমার লেখাপড়া চালিয়ে যাবার সুব্যবস্থা করে বাধিত করবেন।
আপনার একান্ত অনুগত ছাত্র
নাজমুল ইসলাম
স্নাতক শ্রেণি (মানবিক),