অনুচ্ছেদ রচনা : মোবাইল ব্যাংকিং
মোবাইল ব্যাংকিং
প্রযুক্তির উৎকর্ষতায় বর্তমানে আমাদের দেশে শুরু হয়েছে মোবাইল ব্যাংকিং । এখন টাকা তুলতে কিংবা জমা দিতে ব্যাংকে না গেলেও চলে । মোবাইল ব্যাংকিং হচ্ছে শাখাবিহীন এমন একটি ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে স্বল্প খরচে, সহজে দ্রুত আর্থিক সেবা ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌছে দেওয়া। ২০০৯ সালে ৯টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংককে মোবাইল ফোন নির্ভর ব্যাংকিং চালুর মোবাইল ব্যাংকিং চালু করে । ২০০৯ সালের ৩১শে মার্চ এর উদ্বোধন হয় । যেসব এলাকায় ব্যাংকিং সেবা নেই সেসব এলাকার মানুষ অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক । ব্যাংকগুলো সীমিত আকারে মোবাইল ব্যাংকিং চালু করেছে । তবে ডাচ-বাংলা ব্যাংকই সর্বপ্রথম পূর্ণাঙ্গ মোবাইলের মাধ্যমে সহজেই ব্যাংকিং সুবিধা নিতে পারে । এ প্রক্রিয়ায় নির্দিষ্ট স্থান থেকে নগদ টাকা যেমন ইলেকট্রনিক মাধ্যমে রূপান্তর করা যাবে, তেমনিই ইলেকট্রনিক মাধ্যম থেকেও নগদ টাকা তোলা যাবে । এটিই প্রকৃত অনলাইন সেবা যেখানে মোবাইল নেটওয়ার্ক থাকবে, সেখানে এই সেবা পাওয়া যাবে । এটি সহজলভ্য, সুবিধাজনক ও নিরাপদ। এ সেবার আওতায় কেউ অ্যাকাউন্ট খুললে দেশের যেকোনো স্থান থেকে ব্যাংকিং সুবিধা পাবে। এর মাধ্যমে টাকা জমা ও উত্তোলন ছাড়াও কেনাকাটার বিল পরিশোধ ইউলিটি বিল পরিশোধ, বেতন-ভাতা উত্তোলন, রেমিট্যান্স বিতরণসহ মোবাইলে তাৎক্ষণিক ব্যালেন্স রিচার্জ ইত্যাদি সেবা গ্রহণ করা যায়। যেকোনো অপারেটরের মোবাইল ফোন ব্যবহারকারীরা এ ব্যাংকিং সেবা পেতে পারেন । ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মোবাইল ব্যাংকিং অন্যতম ভূমিকা রাখবে বলে আশা করা যায় ।