অনুচ্ছেদ রচনা : ঢাকা মেট্রো রেল

ঢাকা মেট্রো রেল

ঢাকা মেট্রো রেল

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বিশ্বের উন্নত দেশে বহু আগ থেকেই যোগাযোগ ব্যবস্থায় মেট্রো রেল চালু হয়েছে। মেট্রো রেল একটি ব্যয় বহুল প্রকল্প। ইহা উন্নয়নশীল দেশের জন্য একটি মেঘা প্রকল্প বাংলাদেশ সরকার দেশকে উন্নত দেশে পরিণত করা এবং দেশের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা সহজতর করার জন্য এই মেঘা প্রকল্প হাতে নেন, প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে এসেছে। আশা করা যাচ্ছে যে, চলিত বছরের ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ মেট্রো রেলে ভ্রমণ করতে পারবে। মেট্রো রেল একটি উচ্চক্ষমতা সম্পন্ন রেল যোগাযোগ মাধ্যম। ইহাকে র‍্যাপিড ট্রানজিট সিস্টেমও বলা হয়। ইহা এক ধরনের ইস্পাত ও কংক্রিট নির্মিত উত্তোলিত এক ধরনের কাঠামো যা সড়ক পথের উপরে নির্মিত হয়। উন্নত রাষ্ট্রের বড় বড় শহরগুলোতে দ্রুত যানচলাচলের মধ্যে মেট্রো রেল অন্যতম । বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় অহরহ যানযট লেগেই থাকে। ফলে মানুষের খুবই কষ্ট, সময় ও কাজের ক্ষতি হয়। জনগনের আরামে দ্রুত ও সময় অপচয় লাঘবের কথা চিন্তা করে সরকার এ রকম উন্নয়নশীল দেশে এরূপ একটি মেঘা প্রকল্প সমাপ্তের দ্বার প্রান্তে এনেছেন। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পটি দুটি পর্বে সম্পন্ন হবে। আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি মাস র‍্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে (MRT) নামে পরিচিত এই লাইন ৬ মেট্রোরেল পরিসেবাটি চালু হলে তা প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী আনা-নেওয়া করতে পারবে। আশা করা যায় যে, এই পরিসেবা ঢাকা শহরের ভ্রমণ সময়কে অনেকাংশে হ্রাস করবে। একটি মেট্রো রেল যা প্রকৃতপক্ষে ঢাকা শহরের মধ্যেই চলাচল করবে। ঢাকা মেট্রো রেল আমাদের উন্নয়নশীল দেশের মধ্যে একটি মাইল ফলক। ২০.১ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল লাইন মতিঝিল হতে উত্তরা এম আরটি (MRT-6) ২৪ (চব্বিশ) টি ট্রেন উভয় প্রান্তে থেকে প্রতি ঘন্টায় ৬০,০০০ হাজার যাত্রী এবং দৈনিক প্রায় ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) যাত্রী বহন করবে। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত স্টেশন থাকবে ১৬টি। উত্তরা থেকে মাত্র ৪০ মিনিটে মতিঝিল পৌছবে। মেট্রো ট্রেন চলাচলের সময় ঢাকা শহরে কোনো যানযট থাকবে না। শহরবাসী অতিদ্রুত তার গন্তব্য স্থানে অল্প সময়েও অল্প খরচে পৌঁছতে পারবে। ফলে দেশও অনেক দূর অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। ভবিষ্যতে রাস্তার নিয়মাবলি হবে সুন্দর ও গর্বের।

পরিশেষে এটা বললে অতুক্তি হবে না যে, মেট্রোরেল আধুনিক ও আরামপ্রদ ভবিষ্যতের দরজা খুলে দিতে যাচ্ছে। মেট্রো রেলে কেবল ঢাকাবাসীদেরই যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে না কিন্তু ইহা অনেক চাকুরীর যোগান করে দিবে এবং দেশ অর্থননৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে। ঢাকা স্বপ্নের মেট্রোরেল এখন পথে আগামী ডিসেম্বর ২০২২ ঢাকাবাসী তার নির্দিষ্ট গন্তব্যে অতি অল্প ও কম খরচে পৌঁছতে পারবে। বাংলাদেশ যোগাযোগ ক্ষেত্রে অতিশিঘ্রই পৃথিবীর উন্নত দেশের যোগাযোগ ক্ষেত্রের স্থানে পৌছবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url