বিশেষ প্রয়োজনে ছুটি ও কর্মস্থলে ত্যাগের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি পত্র লিখ
বিশেষ প্রয়োজনে ছুটি ও কর্মস্থলে ত্যাগের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি পত্র লিখ ৷
অথবা, পরিবারের কেউ অসুস্থ হওয়ার জন্য বাড়ি যাওয়ার প্রয়োজনে কর্মস্থল ত্যাগের অনুমতি চেয়ে যথাযথ কর্তৃপক্ষের বরাবরে একটি আবেদনপত্র লিখ ।
০৬ জুলাই, ২০২৪
বরাবর
সহপরিচালক (প্রশাসন)
পরমাণু শক্তি কমিশন,
গণকবাড়ী, সাভার, ঢাকা ।
বরাবর
সহপরিচালক (প্রশাসন)
পরমাণু শক্তি কমিশন,
গণকবাড়ী, সাভার, ঢাকা ।
বিষয় : কর্মস্থল ত্যাগের অনুমতি প্রসঙ্গে।
মহাত্মন,
সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষকারী পরামাণু শক্তি কমিশন, গণকবাড়ী শাখার প্রকৌশল দপ্তরের একজন টেকনিশিয়ান হিসেবে কর্মরত। কিছুক্ষণ পূর্বে মোবাইল মারফত জানতে পারলাম যে, আমার মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ হবার দরুন শের- ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং ছোট ছেলে হিসেবে আমাকে তিনি দেখতে চেয়েছেন। তাই অসুস্থ মায়ের শয্যাপাশে অবস্থান করা আমার একান্ত প্রয়োজন ।
অতএব, জনাব সমীপে সবিনয় আরজ, আমার বিষয়টি মানবিক বিবেচনায় আজ ০৮.০৬.২৪ থেকে ১০.০৬.২৪ তারিখ পর্যন্ত মোট তিন দিনের ছুটি মঞ্জুরসহ কর্মস্থল ত্যাগের অনুমতি দানে জনাবের একান্ত মর্জি কামনা করছি ।
নিবেদক
মোঃ আমিনুল ইসলাম
ছুটিকালীন অবস্থানের ঠিকানা
মোঃ আমিনুল ইসলাম
C/o ডা. মোঃ সিরাজুম মুনির
১৩নং সদর রোড, নিউমার্কেটের ২য় তলা, বরিশাল ।