মাদকাসক্তির কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর
মাদকাসক্তির কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
রফিক: বন্ধু কেমন আছ তুমি ?
মামুন: ভালো, তুমি নিশ্চয়ই ভালো আছ। একটি দুঃখজনক সংবাদ আছে। দীর্ঘদিন ধরে তৌফিক কলেজে আসা বন্ধ করে দিয়েছিল। আজই শুনলাম ওর বাবার কাছ থেকে— সে মাদকাসক্ত হয়ে পড়েছিল। সে এখন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।
রফিক: বলো কী!
মামুন: বখাটে বন্ধুদের খপ্পরে পড়েছিল।
রফিক: ও এখন কেমন আছে ?
মামুন: জানো তো, মরণ-নেশা মাদকাসক্তি—মৃত্যুই যার পরিণতি।
রফিক: তৌফিক বাঁচবে তো?
মামুন: প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে বলে হয়তো কিছুটা রেহাই পাবে। তবে ভোগান্তি কম হবে না। মৃত্যু পর্যন্তও নিয়ে যেতে পারে।
রফিক: আমি জানি, আমাকে তুমি সংবাদটি কেন দিতে এসেছ। আমি এক-দুবার একটু নেশা করেছি ঠিকই কিন্তু এখন ওসব বাদ দিয়েছি।
মামুন: আসলে তা নয় বন্ধু, তোমাকে আমি খুবই ভালোবাসি। তোমাকে সচেতন হওয়ার জন্যেই সংবাদটা দেওয়া ৷
রফিক: ঠিক আছে, তুমি বলো।
মামুন: রফিক তুমি আমার কাছে লুকাবে না। মাদকের মতো একটা নিষ্প্রাণ তুচ্ছ বস্তু শুধু খেয়ালের ভুলে একটা সজীব প্রাণবন্ত অসীম সম্ভাবনাময় জীবনকে নিষ্প্রাণ করে দিতে পারে না, এই সুন্দর পৃথিবী থেকে বিদায় দিতে পারে না।
রফিক: আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে বলে নানা টানাপোড়েনে অনেক সময় দুঃখ-কষ্টে মাথা ঠিক থাকে না।
মামুন: জীবনে দুঃখ আছে, গ্লানি আছে, পরাজয় আছে, ব্যর্থতা আছে, কিন্তু সেটাই শেষ কথা নয়। জীবনযুদ্ধে জয়ী হওয়ার মাঝেই জীবনের সার্থকতা নিহিত। জীবনকে যতভাবে সুখী, সমৃদ্ধ ও পরিপূর্ণ করে তোলা যায় সে চেষ্টাই আজ পৃথিবীর মানুষের লক্ষ্য। জীবনকে ঋদ্ধ ও পরিপূর্ণ কর।
রফিক: আজই তোমার কাছে প্রতিজ্ঞা করলাম। কোনো মাদকদ্রব্যই আমি আর ছুঁয়েও দেখব না।
মামুন: ধন্যবাদ বন্ধু। আমি তোমাকে খুব ভালোবাসি বন্ধু। তুমি ছাড়া আমার আর কোনো সুহৃদ বন্ধু নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি।
রফিক: বন্ধু তোমাকে কথা দিলাম। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমাদের এই বন্ধন আরো দৃঢ় হবে।