উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা করো
সর্বনাম বলতে কী বোঝ? সর্বনামকে কতভাগে ভাগ করা যায়? উদাহরণসহ লেখো ।
অথবা, উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।
বিশেষ্যের পরিবর্তে যে শব্দ বা পদ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম বলে। যেমন— ইনসাদ ভাল ছেলে। সে
নিয়মিত স্কুলে যায়। উল্লিখিত উদাহরণের দ্বিতীয় বাক্যটিতে ‘সে' শব্দটি ‘ইনসাদ’-এর পরিবর্তে ব্যবহৃত
হয়েছে। ‘সে' হলো সর্বনাম।
বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন :
১। ব্যক্তিবাচক সর্বনাম (personal pronoun) : বাক্যে ব্যাকরণিক পক্ষ বা পুরুষ (বক্তা, শ্রোতা, অন্য— এই তিনটিকে) নির্দেশ করে। যেমন— আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তুই, তোরা, তিনি, তাঁরা, তাঁহারা, এ, এরা, ও, ইনি, এঁরা, উনি, ওরা, ওঁরা ইত্যাদি। বচন ও কারকভেদে এদের রূপের পার্থক্য ঘটে।
২। আত্মবাচক সর্বনাম (reflexive pronoun) : কর্তা নিজেই কাজটি করেছে—এমন ভাব প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন : সে নিজে অঙ্কটা করেছে। আত্মবাচক সর্বনাম হলো—নিজ, নিজে, নিজেই, নিজে নিজে; স্বয়ং, স্ব স্ব স্ব স্ব আসনে গিয়ে বসো)।
৩। নির্দেশক বা সামীপ্যবাচক সর্বনাম (demonstrative pronoun) : বক্তার কাছ থেকে কোনো কিছুর নৈকট্য, দূরত্ব বা অপ্রত্যক্ষ বা পূর্ববর্ণিত বস্তু নির্দেশ করে। এ জাতীয় সর্বনাম হলো –এ, এই, এরা, এটি, ও, ওই, ওরা, ইনি, উনি ইত্যাদি। নির্দেশক সর্বনাম ‘এ’, ‘ও’ এবং ‘সে’র সঙ্গে অর্থ ও বচন অনুসারে একবচনের নির্দেশক প্রত্যয় টি/টা/খানা/খানি ও বহুবচনের নিদের্শক প্রত্যয় গুলি/গুলা/গুলি ও সকলবাচক সর্বনাম 'সব' যুক্ত হতে পারে। যেমন— এটি, ওটা, এগুলি, ওগুলো, সেগুলি, সেসব ইত্যাদি।
৪। অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম (indefinite pronoun) : অনির্দিষ্ট ও পরিচয়হীন কোনো কিছুকে বোঝাতে ব্যবহৃত হয়। এ জাতীয় সর্বনাম হলো – কোথাও, কেউ, কিছু। যেমন—কোথাও কেউ নেই। কিছু একটা করারও উপায় নেই। চলো কোথাও একটু ঘুরে আসি।
৫। প্রশ্নবাচক সর্বনাম (interrogative pronoun) : প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্ন করতে ব্যবহৃত হয়। এ জাতীয় সর্বনাম হলো—কে, কি, কী, কোন, কার, কাকে, কীসে।
৬। সংযোগবাচক সর্বনাম (relative pronoun) : দুটি বাক্যের সংযোগ ঘটাতে ব্যবহৃত হয়। যেমন— উদাহরণটা এমন হয়েছে যে, তিনি তা বুঝতে পারেননি। স্টেশনে এসে দেখি যে, ট্রেনটা চলে গেছে।
৭। সাপেক্ষ সর্বনাম (correlative pronoun): একটির সাপেক্ষে অন্যটি, অর্থাৎ একে অন্যের ওপর নির্ভরশীল সর্বনাম। তা দুটি বাক্যের সংযোগ ঘটায়। যেমন- যেমন কর্ম তেমন ফল। যা ভেবেছি তাই হয়েছে। বচন ও কারকভেদে সাপেক্ষ সর্বনাম ‘যে...সে’-এর রূপভেদ হয়ে থাকে। যেমন—যাকে, যার, যাদের দিয়ে।
৮। পারস্পরিক বা ব্যতিহার সর্বনাম (reciprocal pronoun) : দুপক্ষের সহযোগ বা পারস্পরিক নির্ভরতা বোঝায়। যেমন— তোমরা নিজেরা নিজেরা সমস্যাটি মিটিয়ে ফেল। পরস্পর না মিলতে পারলে বন্ধুত্ব গড়বে কী করে?
৯। সকলবাচক সর্বনাম (inclusive pronoun) : ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝায়। যেমন—সবাই গেছে বনে। সকলেই খাবার খেয়েছেন।
১০। অন্যাদিবাচক সর্বনাম (denoting other বা others) : নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। এ জাতীয় সর্বনাম হলো—অন্য, অপর, পর ইত্যাদি। যেমন- অন্যে সমালোচনা করবে, তা আমি সইব না। অমুকের কাছে গেলে ওর খোঁজ পাবে।