জরিমানা মওকুফ করার জন্য তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র রচনা কর

জরিমানা মওকুফ করার জন্য তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র রচনা কর

জরিমানা মওকুফ করার জন্য তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র রচনা কর।

২০ জুলাই, ২০২৪
বরাবর,
অধ্যক্ষ/অধ্যক্ষা,
রাণীনগর বেসরকারি কলেজ,
রাণীনগর, নওগাঁ।


বিষয় : জরিমানা মওকুফ প্রসঙ্গে ।


মহোদয়,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের স্নাতক (বাণিজ্য) শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি এ যাবৎকাল কলেজের বেতন ও অন্যান্য ফি নিয়মিত পরিশোধ করে আসছি। কিন্তু গত মাসে আমার আব্বা জরুরি কাজে কক্সবাজার গিয়ে ঢাকা সময়মতো ফিরতে পারে নি। তাই গত মাসের বেতন আমি নির্দিষ্ট তারিখে দিতে পারি নি ।

অতএব, আমাকে বিলম্বে বেতন দানের জরিমানা মওকুফ করে বকেয়া প্রদানের সদয় অনুমতি দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্ৰী
অনিনাশ সাহা
স্নাতক শ্রেণি (বাণিজ্য)
রোল নং-০৪

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url