গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি আবেদন পত্র লিখুন
গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি চিঠি লিখুন ।
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪বরাবর
প্রকল্প পরিচালক
প্রিপেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্প
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিঃ
তিতাস গ্যাস ভবন (১২তম তলা)
১০৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কাওরান বাজার বা/এ, ঢাকা-১২১৫
বিষয় : গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের জন্য আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিঃ-এর একজন পোস্টপেইড গ্রাহক। দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি প্রাথমিক জ্বালানি। চাহিদা মোতাবেক জ্বালানি সরবরাহের পাশাপাশি সরকার জ্বালানির সাশ্রয়, দক্ষ, নিরাপদ ও টেকসই ব্যবহার এবং এর গ্রাহকবান্ধব আধুনিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বরোপ করছে। এ লক্ষ্যে বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে গ্যাসের সিস্টেম লস হ্রাসকরণ, রাজস্ব আয় বৃদ্ধি সর্বোপরি গ্যাস সাশ্রয়ের পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়ন এবং জনগণের মধ্যে জ্বালানি সাশ্রয়ের মনোভাব সৃষ্টির লক্ষ্যে দেশব্যপী আবাসিক প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। প্রিপেইড মিটার স্থাপন করা হলে গ্যাসের অপচয় রোধে গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং গ্যাস সাশ্রয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে। এছাড়া প্রিপেইড মিটার ব্যাপকভিত্তিতে চালু হলে সিস্টেমে গ্যাসের সঠিক হিসাব রাখা এবং গ্রাহক পর্যায়ে প্রকৃত ব্যবহার অনুযায়ী বিল আদায় করা সম্ভব। বর্তমানে আমার এলাকা রাজধানীর কল্যাণপুরে প্রতি দুই চুলা ব্যবহারের জন্য ৯৭৫ টাকা প্রতি মাসে বিল পেমেন্ট করতে হয়। অথচ আশেপাশে যারা প্রিপেইড গ্রাহক তাদের এই টাকায় প্রায় তিন মাস চলে যায় । তাই যত দ্রুত সম্ভব আমার পোস্টপেইড মিটারের পরিবর্তে প্রিপেইড মিটার স্থাপনের জোর দাবি জানাচ্ছি ।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, উপর্যুক্ত বিষয়ের ওপর বিবেচনা করে একজন নিয়মিত ও দীর্ঘদিনের গ্রাহক হিসেবে আমার বাসায় প্রিপেইড মিটার স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সুদৃষ্টি কামনা করছি।
নিবেদন
মোঃ মোক্তার হোসেন
২১, ছায়ানীড়, রোড নং- ৩
কল্যাণপুর, ঢাকা ।
১. পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত ছবি
২. জমির মালিকানার দালিলিক প্রমাণ
৩. প্রস্তাবিত অভ্যন্তরীণ পাইপলাইনের ৪(চার) কপি নকশা
৪. বর্তমান গ্যাস সংযোগের বিপরীতে বিল পরিশোধের প্রত্যয়ন পত্ৰ
৫. রুট ম্যাপ ।