অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উদ্দেশ্যে সম্পাদক বরাবরে একটি পত্র লেখ

অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উদ্দেশ্যে সম্পাদক বরাবরে একটি পত্র লেখ

অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উদ্দেশ্যে সম্পাদক বরাবরে একটি পত্র লেখ।

বরাবর
সম্পাদক,
দৈনিক নয়াদিগন্ত,
১৬৭/২ই, ইনার সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।

জনাব,
আপনার বহুল প্রচলিত পত্রিকা 'দৈনিক নয়াদিগন্তের' চিঠিপত্র বিভাগে নিম্নোক্ত স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি প্রকাশ করে বাধিত করবেন।
বিনীত             
রিপন আহমেদ ভূঁইয়া
মেহার ভূঁইয়া বাড়ি 
চান্দিনা, কুমিল্লা।  
তারিখ : ২০/০৫/২০২৪


চান্দিনা উপজেলায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার

চান্দিনা উপজেলায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চলছে রমরমা ব্যবসা। উপজেলায় অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য অধিদপ্তর রেজিস্ট্রেশনবিহীন। নিয়মনীতির তোয়াক্কা না করে এ সেন্টারগুলোতে রোগীদের কাছ থেকে চড়া ফি আদায় করছে। ফলে ডাক্তারদের নিজস্ব চেম্বার ও সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি জীবন নিয়েও হুমকির সম্মুখীন হচ্ছেন। এ সেন্টারগুলোর জন্য রোগী ধরতে বিভিন্ন ডাক্তারের চেম্বার হাসপাতালগুলোয় দালাল নিয়োগ করা হয়েছে। ডাক্তারদের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বের হওয়ার সঙ্গে-সঙ্গে দালালরা রোগীদের নানাভাবে ফুসলিয়ে নিজেদের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। কোন রকম অভিজ্ঞ টেকনিশিয়ান ছাড়াই পরিচালিত এসব ডায়াগনস্টিক সেন্টার রোগীদের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছে।

অনেক ডাক্তার কোন ল্যাব থেকে প্রয়োজনীয় পরীক্ষা করবে, তা ঠিক করে দেন। রোগী নির্দিষ্ট ল্যাব থেকে পরীক্ষা না করালে ডাক্তার রোগীর রিপোর্ট গ্রহণ করেন না ।

নিবেদক                
রিপন আহমেদ ভূঁইয়া    
মেহার ভূঁইয়াবাড়ি, চান্দিনা, কুমিল্লা ৷


সংবাদপত্রে প্রকাশিত কোনো মিথ্যা খবরের প্রতিবাদ জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লেখ
[এ ধরনের পত্র লেখা শেষে খাম এঁকে খামের ওপরে সম্পাদকের ঠিকানা লিখতে হয়]
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url