তোমার দেখা একটি স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে প্রতিবেদন রচনা কর

তোমার দেখা একটি স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে প্রতিবেদন রচনা কর

তোমার দেখা একটি স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে প্রতিবেদন রচনা কর।
অথবা, একটি হাসপাতাল সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা কর।

প্রতিবেদনের প্রকৃতি : সংবাদ প্রতিবেদন
প্রতিবেদনের শিরােনাম : নানা সমস্যায় জর্জরিত রাঙামাটি জেনারেল হাসপাতাল
প্রতিবেদন তৈরির সময় : সকাল ১১:০০টা
তারিখ :  ২৮/০১/২০২৩
সংযুক্তি : হাসপাতালের নানা সরঞ্জামের দুরবস্থার ছবি (২টি)। লোকবল সংকটের নমুনার ছবি (১টি) ।

নানা সমস্যায় জর্জরিত রাঙামাটি জেনারেল হাসপাতাল : জনদুর্ভোগ চরমে

রাঙামাটি জেনারেল হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। এই এলাকার অসংখ্য মানুষ সেবা পাওয়ার জন্য এ হাসপাতালের ওপর নির্ভর করলেও এখানে বিরাজ করছে বেহাল অবস্থা । এ স্বাস্থ্যকেন্দ্রে নেই পর্যাপ্ত লোকবল, প্রয়োজনীয় ঔষধপত্র ও যন্ত্রপাতি । ফলে কোনোরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালটি ।

এ হাসপাতালে অসংখ্য চিকিৎসক ও নার্সের পদ শূন্য রয়েছে। এতে করে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। লোকবল সংকটের কারণে জেলার সবকটি উপজেলায় চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হচ্ছে । কর্মরত চিকিৎসক ও নার্সরাও নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না । মেডিকেল টেকনোলজিস্টেরও অভাব রয়েছে উক্ত হাসপাতালটিতে ।

১০০ শয্যাবিশিষ্ট রাঙামাটি জেনারেল হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসার যন্ত্রপাতি ও ব্লাড ব্যাংকের অভাবে প্রতিনিয়ত সুচিকিৎসা ব্যাহত হচ্ছে । জেলায় জটিল রোগের চিকিৎসা এবং অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত জটিল রোগীদের চট্টগ্রাম ও ঢাকাসহ জেলার বাইরে প্রেরণ করা হয়। সুচিকিৎসার অভাবে অনেকে মৃত্যুবরণ করছে। ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জনবল দিয়েই চলছে । এ কারণে প্রতিনিয়ত স্বাস্থ্যসেবার মান বিঘ্নিত হচ্ছে ।

এ হাসপাতালে নেই কোনো ডিজিটাল এক্সরে মেশিন, আল্ট্রাসনোগ্রাফি মেশিন ও অ্যাম্বুলেন্স । বিভিন্ন টেস্টের জন্যও কোনো রিয়েজিন নেই । এসব সমস্যার ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হলেও আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি ।

রাঙামাটি জেনারেল হাসপাতালের মঞ্জুরকৃত চিকিৎসক পদের সংখ্যা ৩১টি হলেও বর্তমানে চিকিৎসক আছেন মাত্র ১১ জন । এর মধ্যে ৩ জন এমবিবিএস চিকিৎসক (বিসিএস) উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইতোমধ্যে ৩ বছরের জন্য দেশের বাইরে চলে গেছেন । অবশিষ্ট মাত্র ৮ জন চিকিৎসক দিয়ে চলছে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্যসেবা । এককথায় বলা যায় যে, রাঙামাটি জেনারেল হাসপাতালে জনবল ও অবকাঠামো উন্নয়নে প্রচুর ঘাটতি রয়েছে ।

হাসপাতালের ওয়ার্ডগুলোর অপরিচ্ছন্নতার কারণে রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে চান না । হাসপাতালে রোগীদের জন্য যে খাবার দেওয়া হয় সেগুলো অত্যন্ত নিম্নমানের । অন্যদিকে, পার্বত্য জেলায় ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর ঝুঁকির হার কমাতে ৫ বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হলেও অনিয়মের কারণে সেটিও ভেস্তে যেতে বসেছে ।

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে এ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, জেনারেল হাসপাতালসহ জেলায় স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান বাড়াতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে । ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ ও পরিবার-পরিকল্পনা বিভাগে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া হয়েছে এবং আরও দেওয়া হবে । রাঙামাটি জেনারেল হাসপাতালের সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়েছে এবং হাসপাতালে বিনামূল্যে ঔষধ বিতরণের ব্যবস্থাও নেওয়া হয়েছে । খুব শীঘ্রই হাসপাতালটিতে জনবল বৃদ্ধির প্রক্রিয়া হাতে নেওয়া হবে ।

লোকবল সংকটসহ নানা অনিয়ম ও সমন্বয়হীনতার কারণে রাঙামাটি জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান পিছিয়ে পড়ছে । জনগণকে সঠিক চিকিৎসা সেবা প্রদানে অবিলম্বে এসব সংকট নিরসন করা প্রয়োজন । এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url