বাংলা রচনা : আমাদের প্রিয় জন্মভূমি

আমার দেশ  অথবা, আমাদের দেশ অথবা, আমাদের এই দেশ অথবা, আমাদের প্রিয় জন্মভূমি

আমার দেশ 
অথবা, আমাদের দেশ
অথবা, আমাদের এই দেশ
অথবা, আমাদের প্রিয় জন্মভূমি

(এই রচনাটি পঞ্চম শ্রেণীর উপযোগী করে রচিত।)

[ রচনা সংকেত: ভূমিকা;  সীমারেখা ও আয়তন;  ভূ-প্রকৃতি;  জনসংখ্যা জন্ম;  ভাষা;  রাজধানী বিভাগীয় শহর;  অর্থনৈতিক অবস্থা;  প্রাকৃতিক সম্পদ;  শিক্ষা;  নদ-নদী;  জাতীয় প্রতীক;  উপসংহার। ]

ভূমিকা : প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। বাংলার প্রকৃতি প্রতিনিয়ত নতুন রূপ ধারণ করে। এ দেশের নদী, পাহাড়, সাগর, অরণ্য আর সবুজ ফসলের মাঠ দেখে আমরা মুগ্ধ হই। ধানের দেশ, পাটের দেশ, গানের দেশ, নদীর দেশ, ষড়ঋতুর দেশ— আমাদের এই বাংলাদেশ।

সীমারেখা ও আয়তন : বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। বাংলাদেশের পূর্বে ভারতের ত্রিপুরা ও মিয়ানমার, উত্তরে আসাম ও মেঘালয়, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।

ভূ-প্রকৃতি : বাংলাদেশের প্রায় সবটাই সমতলভূমি। সিলেটের কিছু অংশ, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম প্রভৃতি এলাকা পাহাড়, টিলা ও জঙ্গলে বৈচিত্র্যময়। বাংলাদেশেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার আর রাঙামাটিতে রয়েছে পাহাড়, হ্রদ ও সবুজের বৈচিত্র্য।

জনসংখ্যা : বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৬ কোটি। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান পৃথিবীতে অষ্টম।

জন্ম : পাকিস্তানিদের শোষণের হাত থেকে মুক্তির লক্ষ্যে ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্ম হয়। 

ভাষা : বাংলা আমাদের মাতৃভাষা। বাংলাদেশের প্রায় সকল লোকই এ ভাষায় কথা বলে। এ ছাড়া এদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজনেরও নিজস্ব ভাষা রয়েছে।

রাজধানী : বাংলাদেশের রাজধানী ঢাকা। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত।

বিভাগীয় শহর : বাংলাদেশে মোট আটটি বিভাগীয় শহর রয়েছে। এগুলো হচ্ছে— ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ।

অর্থনৈতিক অবস্থা : বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এর অর্থনীতি কৃষিনির্ভর। তবে তৈরি পোশাক ও বিভিন্ন দ্রব্য রপ্তানির মাধ্যমে আমরা বিদেশি মুদ্রা আয় করে থাকি।

প্রাকৃতিক সম্পদ : প্রকৃতি আমাদের অনেক সম্পদ দান করেছে। আমাদের ভূমি নরম ও উর্বর। বিভিন্ন খনিজ সম্পদেও আমাদের দেশ অনেক সমৃদ্ধ। 

শিক্ষা : দেশ স্বাধীন হওয়ার পর থেকে এদেশের শিক্ষার হার দ্রুত বাড়ছে। এদেশের মোট জনসংখ্যার প্রায় ৬৫ ভাগ শিক্ষিত। নদ-নদী : বাংলাদেশ মূলত নদীমাতৃক দেশ। ছোটো-বড়ো মিলিয়ে এদেশে প্রায় ২৩০টি নদ-নদী রয়েছে। এদের মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা ও ব্রহ্মপুত্র এদেশের প্রধান নদ-নদী।

জাতীয় প্রতীক : আমাদের দেশের বেশ কিছু জাতীয় প্রতীক রয়েছে। যেমন— জাতীয় ফুল শাপলা, জাতীয় গাছ আমগাছ, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার ও জাতীয় পাখি দোয়েল।

উপসংহার : বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আমরা ভালোবাসি। অনেক রক্ত আর জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে আমাদের এদেশ। এদেশ আমাদের গর্ব, আমাদের অহংকার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url