তোমার কলেজের শিক্ষার পরিবেশ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর

তোমার কলেজের শিক্ষার পরিবেশ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর

তোমার কলেজের শিক্ষার পরিবেশ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।

প্রতিবেদনের প্রকৃতি : বিশেষ প্রতিবেদন
প্রতিবেদনের শিরোনাম : আবদুল কাদের মোল্লা কলেজ : একটি আদর্শ বিদ্যাপীঠ
প্রতিবেদনের লক্ষ্য : কলেজের শিক্ষার পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্ৰহ
সরেজমিনে পরিদর্শন : আবদুল কাদের মোল্লা কলেজ
প্রতিবেদন তৈরির সময় : সকাল ১১:০০টা
তারিখ : ২২-০৩-২০২৩
সংযুক্তি : কলেজের অভ্যন্তরীণ ৫টি ছবি

আবদুল কাদের মোল্লা কলেজ : একটি আদর্শ বিদ্যাপীঠ

নরসিংদী জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আবদুল কাদের মোল্লা কলেজ প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে । অতি অল্প সময়ের মধ্যেই কলেজটি দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে । প্রতিবছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার প্রায় বারো'শ এর অধিক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে । প্রতিবারই সর্বোচ্চ সংখ্যক ছাত্র-ছাত্রী A+ পায় এবং পাশের হার শতভাগ । এই কৃতিত্বের পেছনে যে বিশেষ কারণ রয়েছে তা নিম্নে উপস্থাপন করা হলো—

১. শহরের কিছুটা দূরে সম্পূর্ণ নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশে এ কলেজটি অবস্থিত । কলেজের সামনে বিস্তৃত মাঠ, তার চতুর্দিকে রয়েছে বাউন্ডারি । আর বিভিন্ন গাছের সারি । ভেতরের দিকে রয়েছে নানা জাতের ফুলগাছ । বিভিন্ন ফুল যখন বাগানে ফুটে তখন খুবই সুন্দর দেখায় । দেখলেই চোখ জুড়িয়ে যায়। এমন মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশ শিক্ষার জন্য সত্যিই অনেক উপকারী ।

২. কলেজটির তিন দিকে তিনটি দোতলা বিল্ডিং। এতে মোট ত্রিশটি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ এবং অধ্যক্ষের জন্য আলাদা একটি কক্ষ রয়েছে । এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য একটি কমনরুম ও লাইব্রেরি রয়েছে । এছাড়াও বিজ্ঞানাগার ও একটি ডিবেটিং ক্লাব রয়েছে।

৩. প্রতিটি শ্রেণিকক্ষের ভেতরে পর্যাপ্ত বেঞ্চ রয়েছে । ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে শ্রেণিকক্ষগুলোতে এসি-র ব্যবস্থা করা হয়েছে । অর্থাৎ কলেজের অভ্যন্তরীণ পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল ।

৪. তাছাড়া ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা ছাত্রাবাস রয়েছে। সেখানে থাকা-খাওয়ার ও পড়াশোনার অনুকূল পরিবেশ বিরাজমান ।

৫. শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সাধনকল্পে একটি বিশাল পাঠাগার রয়েছে । এতে পর্যাপ্ত পরিমাণে দেশি-বিদেশি বিভিন্ন বই রয়েছে । কার্ড দেখিয়ে নিজের নামে বই ইস্যু করে নিয়ে যাওয়া যায় । তবে নির্দিষ্ট সময় শেষে তা আবার ফেরত দিতে হয় । ছাত্র-ছাত্রীদের জন্য এ পাঠাগার সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা হয় । এতে তারা এখানে বসেও পড়তে পারে ।

৬. কলেজটির পরিবেশ রাজনীতি ও ধূমপানমুক্ত হওয়ায় শিক্ষার পরিবেশ এখানে অনুকূল । ফলে শিক্ষার্থীদের মধ্যে কোনো খারাপ অভ্যাস বা প্রবণতা গড়ে ওঠে না ।

৭. একটি কথা প্রচলিত আছে, ‘শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর ।' কথাটি সত্যিই তাৎপর্যপূর্ণ । ভালো শিক্ষার জন্য প্রয়োজন ভালো মানের শিক্ষক । কেননা ছাত্র-ছাত্রীদের জীবনে শিক্ষকের ভূমিকা অনেক বেশি। শিক্ষকের আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ এসবকিছুরই প্রভাব পড়ে শিক্ষার্থীদের ওপর । শিক্ষকের অনুপ্রেরণা পেয়ে একজন খারাপ ছাত্রও অনেক মনোযোগী হতে পারে । আর এ কলেজের প্রতিটি শিক্ষকই অত্যন্ত আন্তরিক ও বন্ধুবৎসল । তাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার ফলে বরাবরই এ কলেজের আশানুরূপ ফল অর্জিত হয় ।

৮. কলেজের পরিচালনা কমিটি ও শিক্ষকদের প্রচেষ্টায় শিক্ষার্থীদের পাঠদানে আনা হয়েছে ভিন্নতা । যথাসময়ে ক্লাস শুরু হয় । নির্দিষ্ট পাঠ শেষে ক্লাসটেস্ট হয়। কোর্স শেষে প্রত্যেক বিষয়ের মডেল টেস্ট নেওয়া হয় । যদি কোনো পরীক্ষার্থী এতে কম নম্বর পায় তখন তাকে স্পেশাল কেয়ার করা হয় । কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য কোচিং ও প্রাইভেট-টিউশনি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়া হয়। কেননা শিক্ষকরাই ক্লাসে প্রতিটি টপিক অত্যন্ত সহজ-সরলভাবে পড়ান, যাতে সকলের বোধগম্য
হয়।

শিক্ষার্থীদের দেহ ও মনের পূর্ণ বিকাশ সাধনের লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা । যেমন— গান, নাচ ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় ।

সর্বোপরি এ কলেজের শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের জন্য অনেক উপযোগী । এমন সুশৃঙ্খল ও নিরিবিলি পরিবেশ জ্ঞানার্জনের জন্য অনুকূল । তাই এ কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিবছর এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ ও সর্বাধিক A+ প্রাপ্তির কৃতিত্ব অর্জন করে আসছে । আশা করি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url