অভিজ্ঞতা বর্ণনা : একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরি

একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে শহিদমিনারে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা কর

একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে শহিদমিনারে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা কর।

একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরি

ভোর ৬টায় আমরা কলেজে উপস্থিত হই। সেখানে আমাদের কলেজের বাংলা স্যারের নেতৃত্বে প্রভাতফেরির মাধ্যমে দিনের কর্মসূচি আরম্ভ হয় । সকল ছাত্র-ছাত্রী সেই কাকডাকা ভোরে নগ্নপায়ে এসে হাজির হয় । কলেজের প্রায় সকল ছাত্র-ছাত্রী ও অধ্যাপকবৃন্দ এতে অংশগ্রহণ করেন । মাইকের ব্যবস্থাও ছিল । শহিদমিনারের উদ্দেশে শোভাযাত্রা শুরু হলে সকলের কণ্ঠে অনুরণিত হয়ে ওঠে একুশে ফেব্রুয়ারির অমর সংগীত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।' শহিদমিনারের পাদদেশে এ মিছিল উপনীত হলে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ । এরপর উপাধ্যক্ষ, অধ্যাপক এবং ছাত্র- ছাত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আমাদের সকলের বুকে কালো ব্যাজ শোভা পাচ্ছিল। পরে মহান ভাষা আন্দোলনের শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা স্যার জনাব রেজাউল করিম রেজা। একুশের গান, দেশাত্মবোধক গান ও কবিতা পাঠের প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটি হয়ে উঠেছিল তাৎপর্যমণ্ডিত। ভাবগম্ভীর পরিবেশে উদ্‌যাপিত একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালায় আমরা অত্যন্ত আগ্রহ সহকারে অংশগ্রহণ করি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url