ভাব-সম্প্রসারণ : সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে

সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে। 

ভাব-সম্প্রসারণ : মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্যই পৃথিবীতে আসেনি। পারস্পরিক সুখ-শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা। করাই মানবজীবনের উদ্দেশ্য ।। মানুষ সৃষ্টির সেরা জীব। পরার্থকাতরতায় মানবজীবনের সার্থকতা ও মাহাত্ম প্রকাশ পায়। কেবল নিজের স্বার্থ-চিন্তায় মগ্ন থাকলে মানবিক বৈশিষ্ট্য ও মর্যাদা ক্ষুন্ন হয়। কারণ মানুষ তাে ইতরপ্রাণীর মতাে জ্ঞানহীন উদরসর্বস্ব প্রাণীমাত্র নয়; মানুষের রয়েছে বুদ্ধি-বিবেক ও চিন্তাশক্তি। তাছাড়া সমাজের সদস্য হিসেবে তার রয়েছে সামাজিক দায়বদ্ধতা। তাই সমাজবদ্ধ প্রতিটি মানুষকেই সমাজের বৃহত্তর কল্যাণের কথা ভাবতে হয়। ব্যক্তি যদি শুধু তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সমষ্টির স্বার্থকে উপেক্ষা করে, তবে সামাজিক সম্প্রীতি ও সংহতি বিনষ্ট হয়। একথা অস্বীকার করা যায় না যে, সমাজজীবনই ব্যক্তি মানুষের জীবনকে বিকশিত ও কল্যাণমুখী হতে সাহায্য করে। মানুষের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে সমাজই মুখ্য ভূমিকা পালন করে থাকে। যারা সমাজের মানুষের প্রতি দায়িত্বের কথা ভুলে যায়, তারা স্বার্থান্ধ কাপুরুষ। তারা তাদের স্বার্থপরতার কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের বেঁচে থাকা ইতরপ্রাণীর মতাে বেঁচে থাকা; মানুষের মতাে বাঁচা নয়। মানুষের পারিবারিক ও সামাজিক বন্ধন স্নেহ-প্রেম-ভালােবাসার ওপর নির্ভরশীল। তাই স্বাভাবিকভাবেই মানুষের প্রতি মানুষের ভালােবাসা প্রত্যাশিত। যাদের হৃদয়ে ভালােবাসা নেই তারাই শুধু পারে নিষ্ঠুরভাবে অপরকে সরিয়ে নিজের স্বার্থ আদায় করে নিতে। সহানুভূতিহীন হৃদয়ই পারে অন্য মানুষের মনে আঘাত দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে। যারা উদারপ্রাণ মহৎ মানুষ, তারা কখনাে অপর কোনাে মানুষের স্বার্থ বিনষ্ট করেন না। তারা সকলের সাথে নিজেদের একাত্ম করে সকলের কল্যাণের জন্য কাজ করেন। মানুষের দুঃখ-দুর্দশা দূর করার জন্য তারা সবসময় নিবেদিত থাকেন। নিজের কাজ করার সময়ও তাঁরা অন্যের কোনাে ক্ষতি হবে কি না তা ভেবে দেখেন। অন্যের ক্ষতির আশঙ্কা থাকলে তারা সে কাজ থেকে বিরত থাকেন। তাদের সকল কাজের মধ্যেই মানুষের কল্যাণ জড়িত থাকে। মানুষের সেবা ও কল্যাণ সাধন করাই তাদের মহান ব্রত। মানবসেবাই তাঁদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আত্মকেন্দ্রিক জীবন-ভাবনা পরিত্যাগ করে সকল মানুষের কল্যাণে নিজেকে নিয়ােজিত রাখার মধ্য দিয়েই মানবজীবনের সার্থকতা প্রতিফলিত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url