নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা কর
নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা কর।
ইমন : কেমন আছ, বন্ধু?
নিলয় : ভালাে, তুমি কেমন আছ?
ইমন : ভালাে, তােমার ছােটো বােনের তাে এইচএসসি পরীক্ষা শেষ। এবার কী করবে?
নিলয় : ইমন, আমার ছােটো বােন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে অংশ নিচ্ছে।
ইমন : এটাতাে খুব ভালাে কথা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিলয় : যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য শিক্ষাই এখন বড়াে হাতিয়ার। আজকাল ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরাও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। তুমি কি বিষয়টা উপলব্ধি করতে পার?
নিলয় : হ্যা ইমন, আমিও এ বিষয়ে অনেক সচেতন। তাই আমি স্বপ্ন দেখি আমার বােন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পরিচয় নিজে গড়ে তুলুক।
ইমন : একটা কথা সবসময় মনে রেখাে, তােমার বােন যতদূর পর্যন্ত লেখাপড়া করতে চায় করাবে। তাকে সবসময় উৎসাহ দেবে। কারণ এটা কেবল নাম, যশ, প্রতিপত্তির জন্যই নয়, সমাজে পরিচিতি গড়ে তােলার জন্যও জরুরি।
নিলয় : আমি জানি ইমন। শিক্ষা না থাকলে মেয়েদের সবাই হেয় প্রতিপন্ন করে। তাই আমিও চাই যেন আমার বােন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে মাথা উঁচু করে চলাফেরা করতে পারে।
ইমন : অবশ্যই, নিলয়। বর্তমানে নারীশিক্ষার ব্যাপারে আমাদের দেশে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। যে দেশের প্রধান প্রধান পদ অলংকৃত করে আছেন নারীরা, সে দেশের নারীরা পিছিয়ে থাকবে এটা ভাবাই যায় না। তুমি তােমার বােনকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অগ্রসর হতে বলল । এর জন্য সকল সহায়তা ও পরামর্শ আমরা দেব।
নিলয় : ধন্যবাদ ইমন। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমার বােনের পাশাপাশি অন্যান্য নারীকেও শিক্ষিত হয়ে উঠতে উদ্বুদ্ধ করব।