অনুচ্ছেদ রচনা : বাংলাদেশের জাতীয় পাখি

বাংলাদেশের জাতীয় পাখি

বাংলাদেশের জাতীয় পাখি 

দোয়েল পাখির দেশ বাংলাদেশ। এদেশের গাছে গাছে, ঝােপে-ঝাড়ে, বনে-জঙ্গলে, মাঠে-ঘাটে, নদী-নালায়, খাল-বিলহাওড়ে বহু বিচিত্র পাখির মেলা। এদেশে আছে হাজার জাতের পাখি। তার মধ্যে দোয়েল আমাদের জাতীয় পাখি। সাদা-কালােয় সজ্জিত বুলবুল আকৃতির খাটো লেজবিশিষ্ট দোয়েল পাখি দেখতে খুবই সুন্দর। বাংলাদেশের প্রায় সব। জায়গায় দোয়েল দেখতে পাওয়া যায়। বাড়ি কিংবা দালানের ফঁক-ফোকরে ও গাছের প্রাকৃতিক খোঁড়লে কিংবা ঝােপঝাড়ে এরা বাসা বাঁধে। সাধারণত জোড়ায় জোড়ায় ঝােপঝাড়যুক্ত বন, বাগান, গ্রাম তথা লােকালয়ে এদের। দেখতে পাওয়া যায়। এরা খুব চঞ্চল স্বভাবের। এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে বসে আর মিষ্টি মােলায়েম স্বরে গান গায়। লেজের ডগা নাচায়। দোয়েলের মতাে মিষ্টি গানের গলা খুব কম পাখিরই আছে। এজন্য দোয়েলকে বলা হয় গানের পাখি’। ভাের না হতেই এরা মিষ্টি মােলায়েম স্বরে শিস দিয়ে আমাদের ঘুম ভাঙায়। এদের মিষ্টি কণ্ঠের গান আমাদের আনন্দ দেয়। এদের দেখলে চোখ জুড়িয়ে যায়। বাংলার সবুজ প্রকৃতির সঙ্গে এই গানের পাখিটি যেন অভিন্ন হয়ে আছে। তাই তাে দোয়েল আমাদের জাতীয় পাখি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url