তােমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য জানিয়ে পিতার নিকট একখানা পত্র লেখ

তােমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য জানিয়ে পিতার নিকট একখানা পত্র লেখ

মনে কর, তােমার নাম রফিক। তােমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য জানিয়ে পিতার নিকট একখানা পত্র লেখ।

২৮শে অক্টোবর, ২০২২ 
সূত্রাপুর, ঢাকা-১১০০
আব্ব,
আমার সালাম নিও। বেশ কিছুদিন যাবত তােমার কোনাে চিঠিপত্র পাচ্ছি না। তাই চিন্তায় আছি। পত্র পাওয়া মাত্রই উত্তর দিয়ে নিশ্চিত করবে।

আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তােমার মতামত জানতে চাচ্ছি। এরই সাথে আমিও আমার মতামত তোমাকে জানাচ্ছি । ভবিষ্যৎ জীবন সম্পর্কে চিন্তা করে অনেক সময় হতাশ হয়ে পড়ি; কারণ আমরা একটা গরিব দেশের অধিবাসী ।  দঃখ-দর্ভোগ. বেকার সমস্যা ইত্যাদি আমাদের নিত্য সাথী। খাদ্য, বত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সততার আমরা জর্জরিত। মুষ্টিমেয় কিছু সংখ্যক লােক ছাড়া সমাজের অধিকাংশ লােকই হতাশায় ভুগছে। আমরা দেখতে পাচ্ছি সে কণ্ঠ শিল্পী হওয়ার কথা ছিল তিনি করছেন চাকরি, যার বৈজ্ঞানিক হবার কথা ছিল তিনি হচ্ছেন ব্যাংকের কেরাণী যার সাহিত্যিক হবার কথা ছিল তিনি করছেন জুতার ব্যবসা, যার জীবনের উদ্দেশ্য ছিল ডাক্তার হবার তিনি এখন বেসরকারী বিদ্যালয়ের শিক্ষক। তাই আমি আজ বড় কোনাে স্বপ্ন দেখতে চাই না। আমি সাধারণ মানুষের মাঝে অবস্থান করে সাধারণভাবে জীবনযাপন করতে চাই। আমি কৃষক হতে চাই। যে সামান্য আবাদী জমি আমাদের আছে এবং বাড়ির চারদিকে যে পতিত জমি আছে, তাতে আমি সােনা ফলাতে চাই। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। দেশের শতকরা ৮০ জন লােক কৃষক। এক সময়ে আমাদের আবাদী জমিগুলাে বেশ উর্বর ছিল। তাছাড়া আমাদের চাহিদাও ছিল কম। এখন জনসংখ্যা বেড়েছে, চাহিদা বেড়েছে কিন্তু ফলন বাড়ছে না। বৈজ্ঞানিক পদ্ধতির চাষাবাদ ব্যবস্থা চালু করে ফলন বৃদ্ধি করতে হবে। এসব বিবেচনা করেই আমি একজন কৃষিবিদ হতে চাই। আমি আমার মেধা ও চেষ্টাকে এদেশের কৃষির উন্নতির জন্যে প্রয়ােগ করে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে যথাসম্ভব চেষ্টা করব। এ সম্বন্ধে তােমার মূল্যবান অভিমত জানাবে।
 
আমার জন্যে দোয়া করাে। আম্মাকে আমার সালাম জানাবে। তােমার শরীরের প্রতি যত্ন নিও। ভালাে থেকো।
ইতি         
তােমারই স্নেহের
রফিক।     
তােমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য জানিয়ে পিতার নিকট একখানা পত্র লেখ
 [ পত্র লেখা শেষে খাম এঁকে খামের ওপরে ঠিকানা লিখতে হয়। ] 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url