সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুবন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর
সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুবন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর।
লিসা: দীর্ঘ একটা বন্ধ পেলাম। ভাবতেই মনটা ফুরফুরে লাগছে।
লিটন: কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানাের তাে কোনাে সুযােগ নেই। পাঠ্যবইয়ের বাইরে তাে যাওয়া যাচ্ছে না। পড়াশুনার যা চাপ।
লিসা : পাঠ্যবইয়ের পড়া হজম করার জন্য মাঝে মাঝে পাঠ্যবই বহির্ভত পস্তকও পাঠ করা প্রয়ােজন। জানিস তো ?
লিটন: কেন, তুই আবার নতুন কোনাে বই পড়লি নাকি?
লিসা: হ্যা, অসাধারণ একটি বই পড়েছি। লাল নীল দীপাবলি।
লিটন: হুমম, হুমায়ুন আজাদ স্যারের লেখা বই। আমার পড়া হয়নি। অসাধারণ কেন?
লিসা: এটি বাংলা সাহিত্যের ইতিহাস। অসাধারণ এর ভাষা। মানুষ মানুষকে ভালােবাসতে পারে এটা খুব স্বাভাবিক। কিন্তু মানুষ তার মাতৃভাষাকে এত গভীরভাবে ভালােবাসতে পারে! মাতভাষায় রচিত সাহিত্যকে ভালােবাসতে পারে প্রিয়জনের মতাে। আমি মগ্ন হয়েছি লেখকের দষ্টিভঙ্গি দেখে । অবাক ব্যাপার কি জানিস? তিনি তিনি তাঁর ভালোবাসা আমাদের মধ্যে সঞ্চারিত করেছেন। এটা তার বিরাট কৃতিত্ব।
লিটন: আমি তাে ইতিহাসকে ভয় পাই। আমার কি ভালাে লাগবে?
লিসা: অবশ্যই। বইটির ভাষাই তােকে আকৃষ্ট করবে। তুই স্বেচ্ছায় আগ্রহ নিয়ে বইটি পড়বি বলে আমার বিশ্বাস।
লিটন: তাের বইটা কি আমাকে দিতে পারিস?
লিসা: অবশ্যই।
লিটন: তােকে ধন্যবাদ এমন ভালাে একটি বইয়ের খোজ দেওয়ার জন্য।
লিসা: তােকেও ধন্যবাদ।