বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে দুই বান্ধবীর একটি সংলাপ রচনা কর
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে দুই বান্ধবীর একটি সংলাপ রচনা কর।
শিলা : আগামীকাল বাংলা বছরের প্রথম দিন। ভাবতেই ভালাে লাগছে।
মিলা : হ্যা, দিনটি সরকারি ছুটির দিন। কিন্তু স্কুলে অনুষ্ঠান আছে।
শিলা : তােমার স্কুলে কী ধরনের উৎসব হবে?
মিলা : আমাদের স্কুলে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে। কবিতা পাঠের আসর বসবে। গান হবে, নাচ হবে। এসবের মধ্য দিয়ে ফুটে উঠবে আবহমান বাংলার চিরায়ত রূপ। স্কুলের পাশে মেলা হবে। যার। মধ্য দিয়ে আমরা গ্রামীণ স্বাদ ও সৌন্দর্যকে একত্রে উপভােগ করব। এসবের পাশাপাশি নববর্ষ উপলক্ষ্যে আমাদের। স্কুলে খাওয়া-দাওয়ারও আয়ােজন করা হবে। তুমি কোথাও যাবে না?
শিলা : আমি সকালে মা-বাবার সাথে চারুকলায় যাব, মঙ্গল শােভাযাত্রায় অংশগ্রহণ করব। এরপর রমনার বটমূলে। কিছুক্ষণ গান শুনে তারপর যাব টিএসসিতে।
মিলা : আমিও দুপুরে টিএসসিতে যাব । আচ্ছা নববর্ষের অনুষ্ঠানে তােমার কোন বিষয়টি সবচেয়ে ভালাে লাগে? শিলা নববর্ষের অনুষ্ঠানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল পেশার, সকল বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমার ভালাে লাগে ।
মিলা : হ্যা, এর পাশাপাশি বাঙালির গান, বাঙালির কবিতা, বাঙালির খাবার, বাঙালির পােশাক, বাঙালির সাজসজ্জা, রুচিবােধ ইত্যাদিও আমাকে দারুণভাবে আকৃষ্ট করে।
শিলা : দিনটি উপলক্ষ্যে কতদূর থেকে যে বিক্রেতারা পণ্য নিয়ে আসে । সর্বত্র একটি উৎসবের আমেজ বিরাজ করে। এটি আমার খুব ভালাে লাগে।
মিলা : বাংলা নববর্ষের মূলকথাই হলাে সম্প্রদায় নিরপেক্ষতা ও সমতার চেতনা লালন ।
শিলা : হ্যা, তুমি ঠিক বলেছ। তােমার বক্তব্যের জন্য তােমাকে ধন্যবাদ।
মিলা : তােমাকেও ধন্যবাদ ।