বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন কর

বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন কর।

একজন বন্ধুর কাছে বইমেলায় আসার অভিজ্ঞতা সংলাপের মাধ্যমে তুলে ধর। 

অথবা, বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন কর।

মিজান : বইমেলায় কি তুমি প্রথম এসেছ? 

জামান : না, প্রতি বছর ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষা করি, বইমেলা শুরু হলে প্রায় প্রতি শুক্রবার এবং ছুটির দিনে বইমেলায় আসি। এ মেলা আমার প্রাণের মেলা। 

মিজান : আমিও তিন-চার বছর ধরে ঢাকায়। তিন-চার বছর ধরে নিয়মিতই বইমেলায় যাই। এছাড়া অন্য কোথাও বইমেলা হলে সেখানেও যাই। 

জামান : আমিও তােমার মতাে বইমেলা খুব পছন্দ করি। বইমেলার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। 

মিজান : কেমন লাগছে এবারের বইমেলা? 

জামান : এবার বইমেলাটা বাংলা একাডেমি ও সােহরাওয়ার্দী উদ্যানের কিছু অংশ জুড়ে হওয়ায় জায়গাটা সুপরিসর হয়েছে। ফলে, ঘুরতে বেশ ভালাে লাগছে। 

মিজান : কী কী বই কিনলে? 

জামান : এখনাে পর্যন্ত বই কিনিনি। শুধু ক্যাটালগ সংগ্রহ করেছি। সাধ আর সাধ্যের মধ্যে সমন্বয় করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। তুমি কী বই কিনলে? 

মিজান : তুমি তাে জানাে আমার বিজ্ঞানের প্রতি দুর্বলতা আছে। আমি মূলত বিজ্ঞানভিত্তিক কতকগুলাে বই কিনেছি। ছােটো ভাগ্নেটা পছন্দ করে ডাইনােসর, বড়ােটি পছন্দ করে কমিকস । ওদের জন্য পুথিনিলয়-এর কার্টুন সিরিজের বইগুলাে কিনলাম । ডাইনােসরের কয়েকটি বই কিনলাম ছােটোটির জন্য। 

জামান : বাচ্চারা মেলায় আসে, বই দেখে, বাবা মায়ের কাছে বায়না করে, বইয়ের পাতা উল্টায় এগুলাে আমার খুব ভালাে লাগে।

মিজান : আমারও বইপ্রেমী মানুষদের একত্রে দেখে মনটা আনন্দে ভরে ওঠে। আমিও আশাবাদী হয়ে উঠি।
 
জামান : আমিও আশা করি, বই সকল অজ্ঞানতা দূর করতে সমর্থ হবে। আগামী দিনে বই-ই শিক্ষিত জাতি ও সমাজ বিনির্মাণ করবে। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url