তােমার কলেজের ভেতরে ক্যানটিন স্থাপনের ব্যবস্থা করার জন্য অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ
তোমার কলেজের ভেতরে ক্যানটিন স্থাপনের ব্যবস্থা করার জন্য অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
১৫ ফেব্রুয়ারি ২০২৩
মাননীয় অধ্যক্ষ
আইডিয়াল কলেজ,
ধানমন্ডি, ঢাকা।
মাননীয় অধ্যক্ষ
আইডিয়াল কলেজ,
ধানমন্ডি, ঢাকা।
বিষয় : কলেজের ভেতরে ক্যানটিন স্থাপনের আবেদন।
মহাত্মন
সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা আপনার কলেজের অনাবাসিক ছাত্রছাত্রী। প্রতিদিন আমরা অনেক দূরদূরান্ত থেকে কলেজে আসি। নানা কারণে অনেকের পক্ষে প্রতিদিন টিফিন আনা সম্ভব হয় না। কলেজের টিফিন পিরিয়ডের স্বল্পতম সময়ে ক্যাম্পাসের বাইরে গিয়ে টিফিন কিনে আনা বা টিফিন করে আসা ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব নয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে কলেজ ক্যাম্পাসের ভেতরে একটা ক্যান্টিন স্থাপন করা হলে ছাত্রছাত্রীদের এ সমস্যা নিরসন হতে পারে।
অতএব মহােদয় সমীপে বিনীত প্রার্থনা, শিক্ষার্থীদের বৃহত্তর প্রয়ােজনের কথা বিবেচনা করে, কলেজ ক্যাম্পাসে একটি ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা গ্রহণ করলে আমরা কৃতজ্ঞতাপাশে আবদ্ধ হব।
বিনীত
অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ
আইডিয়াল কলেজ
ধানমন্ডি, ঢাকা।
ভাই বাংলা এইচ এস সি তে কিসে খাম আকা লাগে আার ইংরেজিতে কিসে খাম আকা লাগে