তােমার বিদ্যালয় এর প্রধান শিক্ষকের নিকট প্রশংসাপত্র চেয়ে একটি আবেদনপত্র লেখ

প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত

❋ তােমার বিদ্যালয় এর প্রধান শিক্ষকের নিকট প্রশংসাপত্র চেয়ে একটি আবেদনপত্র লেখ। 

তারিখ : ১৪/৬/ ২০২০ 
প্রধান শিক্ষক 
জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় 
বসুরহাট, কোম্পানীগঞ্জ 
নােয়াখালী। 

বিষয় : প্রশংসাপত্রের জন্য আবেদন।

জনাব, 
সবিনয়ে নিবেদন এই যে, আমি আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্রী। ২০১০ সালে কুমিল্লা বাের্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় আমি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। স্কুলে গত পাঁচ বছর অধ্যয়নকালে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম। কোনাে আইনশৃঙ্খলা বিরােধী কাজের সঙ্গে আমার কোনাে সম্পৃক্ততা ছিল না। আমি কলেজে উচ্চ-মাধ্যমিক শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক। তাই আপনার স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র অত্যন্ত প্রয়ােজন। 

অতএব অনুগ্রহপূর্বক আমাকে চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন।

বিনীত

আপনার একান্ত অনুগত一

(নাহিদ সুলতানা পলি) 
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী 
পরীক্ষার ক্রমিক নম্বর ৭ 
রেজিস্ট্রেশন নম্বর : ১৩২৭ 
ব্যবসায় শিক্ষা শাখা 
জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় 
কোম্পানীগঞ্জ, নােয়াখালী।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url