মজাপুকুর সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন

মজাপুকুর সংস্কারের জন্য আবেদন জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দরখাস্ত

❋ মজাপুকুর সংস্কারের জন্য আবেদন জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দরখাস্ত।


তারিখ :১২ই মার্চ ২০২১ 
চেয়ারম্যান 
ধানগড়া ইউনিয়ন পরিষদ 
সিরাজগঞ্জ। 

বিষয় : ধানগড়া রামেন্দ্র পুকুর সংস্কারের জন্য আবেদন। 

জনাব, 
সবিনয়ে নিবেদন এই যে, ধানগড়া গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি রামেন্দ্র পুকুরটি দীর্ঘদিন যাবৎ হাজামজা হয়ে পড়ে আছে। বহুদিন অব্যবহৃত থাকায় পুকুরটিতে ময়লা-আবর্জনা ও কচুরিপানার জঙ্গলে পরিণত হয়েছে। ফলে এটি যেমন মশামাছি, সাপখােপের আখড়ায় পরিণত হয়েছে, তেমনি এলাকায় বাতাসে দুর্গন্ধও ছড়িয়ে পড়েছে। অথচ এ পুকুরটি সংস্কার করে সেখানে মৎস্য চাষ করা হলে সরকার যেমন আর্থিকভাবে লাভবান হতে পারে, তেমনি এলাকার পরিবেশও নির্মল হবে।

অতএব জনস্বার্থ বিবেচনা করে ধানগড়া রামেন্দ্র পুকুরটি আশু সংস্কারের প্রয়ােজনীয় পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরােধ জানাচ্ছি।

বিনীতー
এলাকাবাসীর পক্ষে, 
আপনার বিশ্বস্ত 

মাে. শাহাজাহান চৌধুরী 
ধানগড়া, সিরাজগঞ্জ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url