আর্সেনিকমুক্ত পানি সরবরাহ ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে আবেদন

আর্সেনিকমুক্ত পানি সরবরাহ ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে আবেদন।

আর্সেনিকমুক্ত পানি সরবরাহ ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে আবেদন।

তারিখ :১১.০১.২০২৩
মাননীয়  
পৌরসভা চেয়ারম্যান 
ফুলবাড়িয়া পৌরসভা 
ময়মনসিংহ। 

বিষয় : আর্সেনিকমুক্ত পানি সরবরাহের আবেদন

জনাব, 
সবিনয়ে নিবেদন এই যে, আমরা ফুলবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের অধিবাসী। এই এলাকা খুবই ঘনবসতিপূর্ণ। কয়েকটি গার্মেন্টস, পৌর-বাণিজ্যবিতানসহ বেশ কয়েকটি কারখানা থাকায় এই এলাকা ফুলবাড়িয়া পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জরিপ চালিয়ে এলাকার অধিকাংশ চাপাকলের পানিতে ভয়াবহ আর্সেনিকের দূষণ আছে বলে প্রমাণ পেয়েছেন। আর্সেনিকযুক্ত চাপাকলগুলােতে লাল রং দিয়ে শনাক্ত করে এগুলাের পানি পান না করার জন্য এলাকার মানুষদের সতর্ক করে দিয়েছেন। তবু অজ্ঞতাবশত অনেক মানুষ আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করছে। এলাকায় বর্তমানে বিশুদ্ধ পানীয় জলের তীব্র অভাব বিরাজ করছে। তাই অতিসত্বর আর্সেনিকমুক্ত পানি সরবরাহ করা দরকার। 

অতএব মহােদয়ের সমীপে বিনীত আবেদন, আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকাবাসীকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির হাত থেকে রক্ষা করবেন। এটি একটি জনগুরুত্বপূর্ণ জরুরি বিষয়। তাই জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়ােজন। 

বিনীতㅡ
ফুলবাড়িয়া পৌরবাসীর পক্ষে, 
মাে. সােহরাব পাশা 
ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
Next Post Previous Post
3 Comments
  • Unknown
    Unknown নভেম্বর ২০, ২০২১

    nice

    • Hasibul
      Hasibul নভেম্বর ২২, ২০২১

      আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

  • আদ্রিতা আহনাফ জেবিন
    আদ্রিতা আহনাফ জেবিন আগস্ট ১০, ২০২২

    সুন্দর অনেক। অসংখ্য ধন্যবাদ ফুলবাড়িয়া উপজেলা দেওয়ার জন্য

Add Comment
comment url