ডাকযোগে পুস্তক পাঠানোর আবেদন
ডাকযােগে পুস্তক পাঠানাের আবেদন
৭ জানুয়ারি ২০২১
বিক্রয় কর্মকর্তা
অজন্তা প্রকাশনী
বাংলাবাজার, ঢাকা ১০০০
বিষয়: ভিপি হিসেবে ডাকযােগে পুস্তক পাঠানাের আবেদন।
প্রিয় মহােদয়
আপনাদের প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত নিচের তালিকাভুক্ত বইগুলাের একটি করে কপি নিচের ঠিকানায় পাঠানাের জন্য অনুরােধ করছি। ভিপি হিসেবে ডাকযােগে পাঠানাের ব্যবস্থা করা হলে বইগুলাে গ্রহণের সময়ে আমি যাবতীয় অর্থ পরিশােধ করতে পারব। এ ব্যাপারে সহযােগিতা করার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাই।
আপনার বিশ্বস্ত
(স্বাক্ষর)
মকবুল হােসেন
৪৯ পাঁচুড়িয়া, গােপালগঞ্জ
মকবুল হােসেন
৪৯ পাঁচুড়িয়া, গােপালগঞ্জ
বইয়ের তালিকা:
১. ইকবাল সিরাজ, প্রাচীন বাংলার ইতিহাস
২. নাজমুল হক, সঠিক নিয়মে লেখাপড়া
৩. মাহফুজা আক্তার, ঘুরে এলাম বাগেরহাট
১. ইকবাল সিরাজ, প্রাচীন বাংলার ইতিহাস
২. নাজমুল হক, সঠিক নিয়মে লেখাপড়া
৩. মাহফুজা আক্তার, ঘুরে এলাম বাগেরহাট
ভিপি হিসাবে বলতে কি বুঝায়?