নাগরিক সংবর্ধনা উপলক্ষে আমন্ত্রণপত্র

নাগরিক সংবর্ধনা উপলক্ষে আমন্ত্রণপত্র

❋ নাগরিক সংবর্ধনা উপলক্ষে আমন্ত্রণপত্র

সুধী

আগামী ১৯শে মার্চ ২০২১ শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে কুমিল্লা টাউন হল মিলনায়তনে অধ্যাপক-গবেষক নুরুল আলমের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি নাগরিক সংবর্ধনার আয়ােজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আকতার হােসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক নােমান রায়হান।

অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি।

বিপুল বর্মণ 
আহ্বায়ক 
নুরুল আলম সংবর্ধনা পরিষদ

অনুষ্ঠানসূচি 

৪:৩০ : অতিথিদের আসন গ্রহণ 
৪:৩৫ : সূচনা সংগীত 
৪:৫০ : স্বাগত বক্তব্য
৫:০০ : সংবর্ধনা গ্রন্থের মােড়ক উন্মােচন 
৫:১০ : উত্তরীয় পরিধান ও ক্রেস্ট প্রদান 
৫:১৫ : বিশেষ অতিথিদের শুভেচ্ছা বক্তব্য 
৫:৪৫ : প্রধান অতিথির বক্তব্য 
৫:৫৫ : অধ্যাপক নুরুল আলমের প্রতিক্রিয়া 
৬:১০ : সভাপতির বক্তব্য 
৬:৩০: সমাপ্তি ঘােষণা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url