দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তৈরি কর
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তৈরি কর।
মিজান : কেমন আছ বন্ধু?
জামান : ভালাে। কোথায় যাচ্ছ?
মিজান : আমি বাজারে যাচ্ছিলাম, মাছ কিনতে। তােমার সাথে দেখা হয়ে ভালােই হলাে। চলাে এক সাথে যাওয়া যাক।
জামান : চলাে যাই। কী মাছ কিনবে?
মিজান : ইলিশ মাছ। মা বললেন যে, পহেলা বৈশাখ উপলক্ষ্যে কয়েকটি মাছ কিনে ফ্রিজে রেখে দিতে হবে।
জামান : হ্যাঁ, পহেলা বৈশাখ আসতে তাে আর বেশি দিন বাকি নেই।
মিজান : সেজন্য ইলিশের দামও বেড়েছে কয়েক গুণ। এক হালি ইলিশের দাম চার হাজার টাকা।
জামান : মায়ের কাছে শুনেছি, তার ছেলেবেলায় সবচেয়ে বড়াে আকারের পদ্মার ইলিশের দামই ছিল মাত্র ২০০ টাকা। কোনাে বাড়িতে ইলিশ রান্না হলে নাকি অনেক দূর হতে ঘ্রাণ পাওয়া যেত।
মিজান : আর এখন, মাঝারি আকারের একটি ইলিশের দাম ১০০০ টাকা। ভাবা যায়!
জামান : আমরা হয়তাে কিনছি। কিন্তু স্বল্প আয়ের মানুষদের কথা চিন্তা কর। ওদের জন্য এটা কতটা কষ্টের ব্যাপার!
মিজান : শুনেছি, অন্যান্য দেশে জিনিসের দাম সরকার ঠিক করে দেয়। অন্যান্য জিনিসের দাম বাড়লেও খাবার জিনিসের দাম বাড়ে না।
জামান : আমাদের দেশেও কিছুদিন আগে সরকার নিত্য প্রয়ােজনীয় দ্রব্যের খুচরা ও পাইকারি মূল্য নির্ধারণ করে বাজারে মূল্য তালিকা টাঙানাের নির্দেশ দিয়েছিল।
মিজান : সঠিক তদারকির অভাবে সেটাও ভেস্তে গেছে।
জামান : জিনিসের দাম এভাবে বাড়ছে কেন?
মিজান : চাহিদার চেয়ে জোগান কম হওয়া, চাঁদাবাজি, আড়তদার ও মজুতদারদের কারসাজির কারণেই দ্রব্যের দাম হুড়মুড় করে বাড়ছে।
জামান : সরকারের কঠোর আইনি পদক্ষেপই এগুলাে দূর করতে পারে।
মিজান : তা পারে। তবে উৎপাদন বাড়াতে হবে।
জামান : উৎপাদন যদি বাড়ানাে যায়, সরকারের কঠিন তৎপরতায় যদি নির্বিঘ্নে পণ্য সারা দেশে সরবরাহ করা যায়, তবে পরিস্থিতি আরও উন্নতি হবে।
মিজান : হ্যাঁ, আমিও মনে করি সরকার ও জনগণের মিলিত প্রচেষ্টায়ই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব।
Bhalo
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
হ্যাঁ সত্যিই
Dada thank you aami Weast Bengal theke Bolchilam aamar ata madhyamik e porar chance 99.09% ac6he 🙂😍🙏
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
Atta amr khub dorkar 6ilo
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
Ami India thaka bolchi ar ajj apnar ai ta pora ami Board Exam Dita jabo , I hope apnar ai ta common pora jay , ar amr jonno pray korban jata ami Bengali te avarage number tuku pai 🤞🌼🍂
ভালো লিখেছেন