ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বন্ধুর সাথে তােমার একটি সংলাপ তৈরি কর

ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বন্ধুর সাথে তোমার একটি সংলাপ তৈরি কর

ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বন্ধুর সাথে তোমার একটি সংলাপ তৈরি কর।

সােহেল : কেমন আছ তুমি? 

আমি : ভালাে আছি সােহেল। তুমি কেমন আছ? 

সােহেল : ভালাে। তবে খুব ব্যস্ত আছি। ১ মাস হলাে আমি একটি ইংরেজি শেখার কোর্সে ভর্তি হয়েছি। 

আমি: হঠাৎ ইংরেজি শেখার কোর্সে ভর্তি হলে কেন? 

সােহেল : ইংরেজি হলাে আন্তর্জাতিক ভাষা। সারা পৃথিবীতে যােগাযােগের অন্যতম মাধ্যম হলাে ইংরেজি। বর্তমান যুগ ইংরেজির যুগ। তাই এ ভাষায় নিজের দক্ষতা বৃদ্ধি করতেই আমি একটি কোর্সে ভর্তি হয়েছি।

 আমি: বেশ ভালাে একটা উদ্যোগ নিয়েছ। সব জায়গাতেই এমন ইংরেজি ভাষা দরকার হয়। 

সােহেল : হ্যা, বন্ধু । তুমি যদি কোনাে বহুজাতিক কোম্পানিতে চাকরি করতে চাও, তবে তােমার প্রথমেই প্রয়ােজন হবে ইংরেজি পড়া, লেখা, শােনা, ও বলার যােগ্যতা। এছাড়া দেশভ্রমণ, পর্যটক, পর্যটকদের পথ প্রদর্শনকারী, ' বৈমানিক, প্রকৌশলী, ডাক্তার সবারই ইংরেজি জানা প্রয়ােজন। 

আমি: এছাড়াও তাে ইংরেজি আরও অনেক কাজে লাগে। 

সােহেল : অবশ্যই। আমাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের যে বই তাও কমিউনিকেটিভ এপ্রােচ (Communicative Approach) পদ্ধতিতে তৈরি। এখানে আগের মতাে গ্রামার-ট্রান্সলেশন পদ্ধতি অনুসরণ করে মুখস্ত বিদ্যা জাহির করে পরীক্ষায় ভালাে নম্বর পাওয়ার সুযােগ সীমিত। 

আমি : অর্থাৎ তুমি বলতে চাচ্ছ, যারা ভাষা শিখনের ক্ষেত্রে চারটি দক্ষতা সমানভাবে রপ্ত করবে তারাই ভালাে করবে। 

সােহেল : ঠিক তাই। এছাড়া ইংরেজি না জানলে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে তুমি পিছিয়ে থাকবে। 

আমি : সেটা কী রকম? 

সােহেল : বিশ্বের তথ্য ভান্ডার হলাে ইন্টারনেট। ইন্টারনেটের প্রায় সব তথ্যই ইংরেজিতে। সারা বিশ্বের জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, আবিষ্কারের সর্বশেষ তথ্য হতেও বঞ্চিত হবে। 

আমি: তুমি কি ইংরেজি বলতে পার? 

সােহেল : আমি খুব ভালােভাবে ইংরেজি বলতে পারি। বলতে পার নিজের চেষ্টায় বার বার অনুশীলন করে শিখেছি। 

আমি : তােমার কথা শুনে মনে হচ্ছে আমাকেও ইংরেজি শিখতে হবে । 

সােহেল : হ্যাঁ। সবাইকে শিখতে হবে । 

আমি : যৌক্তিক পরামর্শের জন্য তােমাকে ধন্যবাদ।

সােহেল : তােমাকেও ধন্যবাদ। 

Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown নভেম্বর ২৬, ২০২১

    ক) আপনার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনার এবং আপনার শিক্ষকের মধ্যে কথোপকথন। (খ) বৃক্ষরোপণ নিয়ে আপনার এবং আপনার বন্ধুর মধ্যে একটি সংলাপ। (গ) আপনার এবং আপনার মধ্যে একটি সংলাপ সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে বন্ধু (ঘ) জেএসসি পরীক্ষার পরের উদ্দেশ্য সম্পর্কে আপনার এবং আপনার বন্ধুর মধ্যে একটি সংলাপ (ঙ) জেএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আপনার এবং আপনার বন্ধুর মধ্যে একটি সংলাপ।

    • Hasibul
      Hasibul ডিসেম্বর ০২, ২০২১

      আমি চেষ্টা করব।

Add Comment
comment url