এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখ

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখ


এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখ।

সােহেল : কেমন আছ? আরমান : ভালাে বন্ধু । তুমি কেমন আছ? 

সােহেল : ভালাে আছি। তবে পরীক্ষা নিয়ে খুব চিন্তিত আছি। 

আরমান : তুমি তােমার রসায়ন বিষয়টি সম্পূর্ণ আয়ত্তে আনতে পারনি? 

সােহেল : রসায়নে আমি সব পড়ে ফেলেছি। বুঝেও পড়েছি কিন্তু তবুও মনে হচ্ছে সবই ভুলে যাচ্ছি। 

আরমান : চিন্তা করাে না বন্ধু, পরীক্ষার আগে এমনই হয়। আমারও মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। দেখবে পরীক্ষায় ঠিকই সব লিখতে পারবে। শ্রেণি পরীক্ষার সময়ও এমনই হয়েছিল, না? ? 

সােহেল : হ্যা, কিন্তু এইচএসসি পরীক্ষাটি মনে একটি বাড়তি চাপ সৃষ্টি করেছে। তােমার রসায়নে প্রস্তুতি কেমন? 

আরমান : ভালাে। আমি ভয় পাচ্ছি বাংলা প্রথম পত্র নিয়ে । সৃজনশীল বিষয়ে কেমন উদ্দীপক হয়, তাই নিয়ে ।

সােহেল : উদ্দীপক যেমনই হােক, সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলাে মূল বইয়ের প্রতিটি অংশ ভালােভাবে পড়া । এমন উদ্দীপকই দেবে, যেটা পাঠ্যবইয়ের সাথে সাদৃশ্যপূর্ণ অথবা বৈসাদৃশ্যপূর্ণ অথবা পাঠ্যবিষয়ের খণ্ডাংশের চিত্র। এই সাদৃশ্য, বৈসাদৃশ্য ও খণ্ডাংশকে তুমি তখনই যথার্থভাবে চিত্রিত করতে পারবে, যখন তুমি মূল বই ভালােভাবে পড়বে। 

আরমান : ঠিক বলেছ বন্ধু, আর চিন্তা করব না। আমি এভাবেই পড়ব। 

সােহেল : আমিও রসায়ন নিয়ে আর ভাববাে না। শুধু পড়ব আর লিখব। তাহলেই আত্মবিশ্বাস বাড়বে। 

আরমান : পড়ার মাঝখানে বিশ্রাম নেবে। এতে পড়াটা ভালােভাবে মনে থাকবে। 

সােহেল : ধন্যবাদ বন্ধু। 

আরমান : তােমাকেও ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url