ভাব-সম্প্রসারণ : ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে

ঘুমিয়ে আছে শিশুর পিতা
সব শিশুরই অন্তরে। 

ভাব-সম্প্রসারণ : পূর্ণ ব্যক্তিত্বসম্পন্ন মানুষের সমস্ত গুণ শিশুদের মধ্যে সপ্তাবস্থায় বিরাজমান। আজকের শিশুরাই সমাজ এবং জাতির আগামী দিনের কর্ণধার । প্রতিটি শিশুর অন্তরেই ভবিষ্যৎ সম্ভাবনা নিহিত রয়েছে। মানুষের জয়যাত্রার ইতিহাস বড়াে বৈচিত্র্যপূর্ণ। কোনাে মানুষই চিরস্থায়ী নয়। আবার, মৃত্যুর ভেতর দিয়েই তার আতঙ্খ পুত হয়ে যায় না। বয়স হলে মানুষ অনিবার্য মৃত্যুকে বরণ করে সত্য কিন্তু রেখে যায় বংশধর । নতুন এসে পুরাতনের স্থান দখল করে নেয়। নতুন প্রজন্মের ওপরেই দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করে। এটিই হলাে জগতের অমােঘ নিয়ম। আজ যারা পিতা ও কর্মী, ভবিষ্যতে তারা থাকবে না। আগামীদিনে যারা থাকবে না তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করবে আজকের সম্ভাবনাময় শিশুরা । আজকের শিশুরাই বড়াে হয়ে দেশের কর্ণধার হবে । কেউ হবে শ্রেষ্ঠ কবি, কেউ দার্শনিক, কেউ বিজ্ঞানা অথবা দক্ষ ডাক্তার, কেউ হবে প্রকৌশলী, কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ, আবার কেউবা দেশের গণ্ডি ছাড়িয়ে হবে বিশ্বের শ্রেষ্ঠ মানব। প্রত্যেক শিশুর মধ্যেই সংগােপনে লুকিয়ে আছে সার্থক জীবনের প্রতিশ্রুতি। তাই শিশুদের অবহেলার চোখে দেখার কোনাে অবকাশ নেই। বরং তাদের আত্মশক্তিতে বলীয়ান করে তুলতে হবে, যেন তারা আগামীদিনের গুরুভার বহন করতে সক্ষম হয়। শিশু যদি অনুকূল আবহাওয়া ও মানসিক বিকাশের সুন্দর পরিবেশ পায়, তবে সে অবশ্যই সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশ ও জাতির মর্যাদা বৃদ্ধিতে অবদান রাখবে। ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ বলেছেন- “শিশুরাই জাতির পিতা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে উপযুক্ত পরিবেশ, শিক্ষা ও সুযােগের অভাবে অনেক শিশুর ভবিষ্যৎই অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে, যা জাতির অগ্রগতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তাই আমরা যদি বিশ্বসভায় নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে চাই, তবে আজকের শিশুকে আগামী দিনের জাতির পিতা হিসেবে গড়ে তােলা আমাদের জন্য সবচেয়ে বড়াে চ্যালেঞ্জ। আজকের শিশু আগামী দিনে দেশ ও জাতির পরিচালক। শিশুর মধ্যে নিহিত রয়েছে বিপুল শক্তি ও সম্ভাবনা। তাই শিশুদের যথার্থ মানুষ হিসেবে গড়ে তােলা আমাদের অনিবার্য দায়িত্ব। তাই সকলের পারস্পরিক সহযােগিতায় শিশুদের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করব এটিই হােক সবার দীপ্ত অঙ্গীকার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url