বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়ােজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়ােজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

❋ বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়ােজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র।


তারিখ : ৭.৮.২০২১
সম্পাদক 
দৈনিক আমার দেশ 
বিসিআইসি ভবন কারওয়ান বাজার, ঢাকা।

বিষয় : সযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন।

জনাব, 
আপনার বহুল প্রচারিত দৈনিক আমার দেশ পত্রিকায় জনগুরুত্বপূর্ণ পত্রটি প্রকাশ করলে বিশেষভাবে বাধিত হব।

নিবেদক 
সুজিত কুমার দে
মরেলগঞ্জ, বাগেরহাট।

বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়ােজনীয়তা

মানুষের জীবনে বৃক্ষের প্রয়ােজনীয়তা কতটুকু, তা আমরা কখনাে ভেবে দেখি না। ডাঙায় মাছের যেমন প্রাণহীন ছটফট অবস্থা হয়, সে তুলনায় বৃক্ষহীন পৃথিবীতে মানুষের অবস্থা হবে আরাে ভয়াবহ। সবুজ বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে প্রাণ রক্ষা করে। পৃথিবীর পরিবেশকে সুস্থ ও শীতল রাখে। শুধু তাই নয়, বৃক্ষ আমাদের ফুল দেয়, ফল দেয়, শীতল ছায়া দেয়। গৃহ নির্মাণ, আসবাবপত্র, সবকিছুর জন্য আমরা প্রকৃতির অকৃপণ দান বৃক্ষের ওপরই নির্ভরশীল। তাই সবুজ বনভুমিকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আমাদের দেশে প্রয়ােজনের তুলনায় বৃক্ষ ও বনভূমির পরিমাণ খুবই কম। যে-কোনাে দেশে মােট ভূখণ্ডের পঁচিশ শতাংশ বনভূমি থাকা দরকার। অথচ আমাদের দেশে আছে মাত্র সতেরাে শতাংশ। তারপরও প্রয়ােজনে-অপ্রয়ােজনে কেটে ফেলে আমরা সবুজ বনভূমি উজাড় করে চলেছি। এরকম অবস্থা চলতে থাকলে যে-কোনাে সময় আমরা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখােমুখি হতে পারি। তাই শীঘ্রই সরকারিবেসরকারি উদ্যোগে আমাদের বৃক্ষরােপণ সপ্তাহ পালনের মধ্য দিয়ে প্রচুর বনায়ন করতে হবে। ‘একটা গাছ কাটলে তিনটি গাছের চারা লাগাতে হবে' এই স্লোগানকে সামনে রেখে, বৃক্ষরােপণ কর্মসূচি গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিনীত
মরেলগঞ্জ গ্রামবাসীর পক্ষে, 
সুজিত কুমার দে 
মরেলগঞ্জ, বাগেরহাট।


বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়ােজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র
✱ এ ধরনের পত্র লেখার শেষে খাম এঁকে খামের উপরে সম্পাদকের ঠিকানা লিখতে হয়।

Next Post Previous Post
2 Comments
  • sorif
    sorif জানুয়ারী ০১, ২০২২

    good

    • Hasibul
      Hasibul জানুয়ারী ০৪, ২০২২

      আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Add Comment
comment url