দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র লেখ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

✱ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র লেখ। 

তারিখ : ২৬.৩.২০২১
সম্পাদক 
দৈনিক ইত্তেফাক 
১ রামকৃষ্ণ মিশন রােড 
ঢাকা। 

বিষয় : সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। 

জনাব, 

আপনার বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিম্নোক্ত পত্রটি প্রকাশের বিনীত অনুরােধ জানাচ্ছি 

বিনীতー
ইন্দ্রজিৎ মণ্ডল 
কুমারখালী, কুষ্টিয়া।

দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনমনে নাভিশ্বাস 

সম্প্রতি দ্রব্যমূল্যের লাগামহীন পাগলা ঘােড়া জনমনে চরম নাভিশ্বাস সৃষ্টি করেছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ স্বল্প আয়ের। খেটে খাওয়া এসব সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রাখতে পারছে না। মানুষ এমনিতে নানারকম সমস্যায় জর্জরিত, তার ওপর দ্রব্যমূল্যের উর্গতি যেন মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। শুধু স্বল্প আয়ের মানুষ নয়, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত সবার জীবনেই নেমে এসেছে চরম হতাশা। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কারা দায়ী, তা খতিয়ে দেখা আজ জরুরি হয়ে পড়েছে। সরকারের সংশ্লিষ্ট মহলের এ ব্যাপারে প্রয়ােজনীয় কর্মসূচি নিয়ে এগিয়ে আসা উচিত। তা ছাড়া সর্বস্তরের মানুষের মাঝেও সচেতনতা বৃদ্ধি করা দরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনমনে যে অসন্তোষ দানা বেঁধে উঠছে, তা যে-কোনাে সময় গণবিস্ফোরণে রূপ নিতে পারে।

আশা করি, সরকারের ঊর্ধ্বতন মহল ও সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন। তা না হলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া খুব কঠিন হবে। 

নিবেদকー
এলাকাবাসীর পক্ষে, 
ইন্দ্রজিৎ মণ্ডল 
কুমারখালী, কুষ্টিয়া। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
✱ এ ধরনের পত্র লেখার শেষে খাম এঁকে খামের উপরে সম্পাদকের ঠিকানা লিখতে হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url