মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুর কাছে পত্র

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুর কাছে পত্র।

❋মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুর কাছে পত্র।

৫.৩.২০২১
সুনামগঞ্জ 

প্রিয় জিল্লুর, 

আমার আন্তরিক ভালােবাসা নাও। গতকালই তােমার চিঠি পেলাম। চিঠিতে তুমি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছ। তবে কি তুমি নিজের জীবনের লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করেছ? জীবন সম্পর্কে তােমার এ সচেতনতা দেখে সত্যি আমি আনন্দিত। আসলে জীবন সম্পর্কে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ভাবনা-চিন্তা করার এটাই উকৃষ্ট সময়। 

তুমি জেনে খুশি হবে যে, আমার এসএসসি পরীক্ষা খুব ভালাে হয়েছে। ইনশাল্লাহ আমি ভালােভাবে উত্তীর্ণ হব। পরীক্ষার ফল প্রকাশের পর আমি ভালাে কোনাে কলেজে ভর্তি হতে চাই। বিজ্ঞান নিয়ে পড়তে চাই। তারপর মেডিকেলে ভর্তি হওয়ার আমার খুব ইচ্ছা। কারণ ভবিষ্যতে ভালাে ডাক্তার হওয়াই আমার স্বপ্ন। জানি না তা কতটা সফল হবে। 

কেন ডাক্তার হওয়ার কথা ভাবছি জানাে? আমাদের গ্রামে এখনাে কোনাে এমবিবিএস ডাক্তার নেই। আমি দেখেছি, চিকিৎসার অভাবে আমাদের গ্রামে কত দরিদ্র মানুষ কষ্ট পায়, অকালে প্রাণ হারায় কত মানুষ। আমার ইচ্ছা, ভবিষ্যতে ডাক্তার হয়ে আমি এই হতদরিদ্র মানুষের সেবায় আত্মনিয়ােগ করব। চিকিৎসা সেবাকে আমি মহৎ মানবিক সেবা বলে মনে করি। আমি এ সেবায় আত্মোৎসর্গ করতে চাই। 

এ মহৎ পেশার মাধ্যমে আমি যেন জনগণের সেবা দান করতে পারি, প্রতিষ্ঠা লাভ করতে পারি একজন মহৎপ্রাণ চিকিৎসক হিসেবে, এই দোয়াই সবার কাছে প্রত্যাশা করি। ভালো থেকো।

ইতি
তােমারই প্রীতিমুগ্ধ 
মােস্তাফিজ

✱ পেত্র লেখা শেষে খাম এঁকে খামের ওপরে ঠিকানা লিখতে হয়।
Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown এপ্রিল ১৯, ২০২২

    এখানে এস এ সি কথা কেন বলা হয়েছে?

    • Hasibul
      Hasibul মে ২৭, ২০২২

      মাধ্যমিক পরীক্ষা = এস এ সি (বাংলাদেশে)

Add Comment
comment url