অনুচ্ছেদ রচনা : ছবি আঁকা
ছবি আঁকা
মানুষ ভাবতে ভালােবাসে। মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসবের শিল্পময় প্রকাশই ছবি আঁকা। কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা মুশকিল। তবে মানুষের আঁকা সবচেয়ে পুরােনাে ছবির কথা জানা যায়। ১৮৭৯ খ্রিষ্টাব্দে স্পেনে আলতামিরা নামক এক গুহায় প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে। যেকোনাে মানুষই ছবি আঁকে। এমন কোনাে মানুষ নেই যে জীবনে কোনাে দিন ছবি আঁকেনি। যেকোনাে ছবি, হতে পারে তা কোনাে পশু, পাখি, মাছ, আম, জাম, কাঁঠাল, পেঁপে— এর কোনাে-না-কোনােটি মানুষ জীবনে একবার হলেও এঁকেছে। আঁকতে আঁকতে অনেকের ছবি আঁকাটাই নেশা হয়ে যায় এবং জীবনে ছবি আঁকা ছাড়া আর কিছু ভাবতে পারে না। ছবি আঁকা নিয়েই তাদের স্বপ্ন, ছবি-আঁকাই তাদের পেশা হয়ে যায়। তারা নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় ছবি আঁকার মধ্য দিয়ে। পৃথিবীতে অনেকে বিখ্যাত হয়েছেন শুধু ছবি এঁকে।
ভালো লাগলো। ব্লগে আবারও আসব।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আশা করি আমাদের সাথে থাকবেন।
অনেক ভালো হয়েছে । আপনি বলতে পারবেন কীভাবে একটি বই তৈরি করে।