পাঠাগার স্থাপনের জন্যে আবেদন

পাঠাগার স্থাপনের জন্যে আবেদন


✱ আপনার এলাকায় একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র 


৪ জুলাই ২০২১

চেয়ারম্যান 
ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদ 
বরগুনা সদর উপজেলা 
বরগুনা।

বিষয়: পাঠাগার স্থাপনের জন্য আবেদন।

মহােদয়,

আমরা বরগুনা জেলার সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের বাসিন্দা। আমাদের ইউনিয়নের বাসিন্দাদের সাক্ষরতার হার সন্তোষজনক। তাদের অনেকেই বিভিন্ন সরকারি-বেসরকারি চাকুরিসহ নানা পেশায় যুক্ত। বর্তমানে এই ইউনিয়নে যােগাযােগ ও অবকাঠামােগত অভূতপূর্ব উন্নয়নের কারণে নানা প্রকার সহশিক্ষাক্রম কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই ইউনিয়নে অব্যাহত শিক্ষা গ্রহণের জন্য কোনাে পাঠাগার নেই। যেজন্য এই অঞ্চলের জনগণ নিয়মিতভাবে বই পাঠ করার মাধ্যমে জ্ঞান অর্জনের সুযােগ থেকে বঞ্চিত হচ্ছে। 

এই অবস্থায় ফুলঝুড়ি ইউনিয়নে একটি পাঠাগার স্থাপনের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনাকে বিশেষভাবে অনুরােধ জানাচ্ছি।

বিনীত 
ফুলঝুড়ি ইউনিয়নবাসীর পক্ষে 
মােঃ হাবিবুর রহমান 
গ্রামঃ ফুলঝুড়ি, ডাকঘর: ফুলঝুড়ি, জেলা: বরগুনা।
Next Post Previous Post
5 Comments
  • Unknown
    Unknown ডিসেম্বর ০৪, ২০২১

    Bhalo

    • Hasibul
      Hasibul ডিসেম্বর ০৭, ২০২১

      আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

  • Unknown
    Unknown মার্চ ২৮, ২০২২

    মোটামুটি

  • MAIMUNA TASNIM
    MAIMUNA TASNIM জুন ০৩, ২০২২

    খুবই ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ

  • 𝙼 𝙴 𝙷 𝙴 𝙳 𝙸 ツ
    𝙼 𝙴 𝙷 𝙴 𝙳 𝙸 ツ সেপ্টেম্বর ১৩, ২০২২

    -mota moti valoi👍👍

Add Comment
comment url