অভিজ্ঞতা বর্ণনা : কক্সবাজারে একদিন

কক্সবাজারে একদিন

কক্সবাজারে একদিন 

আমার কল্পনার রেশ তখনও কাটেনি, আমার স্বপ্নে দেখা কক্সবাজার। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত, একটি পর্যটন শহর, এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্রসৈকত, যা কক্সবাজার শহ থেকে বদরমােকাম পর্যন্ত একটানা ১২০ কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এষ সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। শুরুতেই বলেছিলাম আমার স্বপ্নে দেখা কক্সবাজার । স্বপ্ন বাস্তবে পরিণত করার এক চমৎকাৰ সুযােগও আমার ভাগ্যে এলাে। আমার বন্ধু অনিকের বাবা সােনালী ব্যাংকের অডিটর । এবার তার অফিসের কাজের প্রয়ােজনে তিনি প্রায় মাসখানেক কক্সবাজারে অবস্থান করবেন। তিনি নিজেই আমাকে আর অনিককে কক্সবাজার বেড়াতে যেতে বললেন। কথা কানে আসা মাত্রই আমার পা যেন কেঁপে উঠল; সত্যি তাহলে কক্সবাজার যাওয়া হচ্ছে। মাত্র তিন দিন পর আমাদের যাত্রা শুরু হবে, তিন দিন কখন শেষ হবে অস্থির হয়ে পড়লাম; অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত। আমরা চমৎকার একটা এসি বাসে বo দিলাম। দুদিকে সবুজ গ্রাম পেরিয়ে আমরা চলছি তাে চলছি । এই প্রথম চট্টগ্রামের দিকে আসা। সুতরাং আমার কৌতুহল অনেক বেশি। অনিক অবশ্য বাসে উঠেই ঘুমিয়েছে। ও এমনিতেই ঘুম কাতুরে; তারপর আবার এসি বাস। প্রায় সন্ধ্যা হয়েছে এমন সময় চট্টগ্রামে পৌছলাম। খালু অবশ্য বাসস্ট্যান্ডে অনেক আগ থেকেই অপেক্ষা করছে তা মােবাইল ফোনেই জানতে পারলাম । চটকা শহর, কিছুক্ষণের মধ্যে সমস্ত আলাের ঝলকানিতে যেন শহরটি নবরূপে সজ্জিত হলাে। আগামীকাল সকালে এখান থেকে কক্সবাজারের উদ্দেশে আমাদের যাত্রা হবে। তাই রাতের খাবারটি সেরেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন চমৎকার একটা মাইক্রোবাসে রওনা দিলাম । মজার বিষয় হলাে- খালুর এক বন্ধু আমাদের জন্য পর্যটন মােটেলেই ইতােমধ্যে থাকা-খাওয়ার সব ব্যবস্থা করেছেন। মােটেল থেকে বেরিয়ে সােজা সমুদ্রসৈকত, সে এক বিশাল ইতিহাস। এখানে এসে মনে হলাে এ যেন আরেক পৃথিবী । দেশি-বিদেশি নানা পযটকে এর পরিবেশও যেন নানা রঙে রঙিন। সমুদ্রের এ বিস্তৃত তটে চমৎকার বাতাস বয়ে যাচ্ছে অবিরত। প্রকতি আর মানুষের এমন মেলবন্ধনে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা এখানে প্রতিনিয়ত ঘটে। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। আস্তে আতে পাশ্চমাকাশে লাল সূর্যটি পরম আনন্দে সমুদ্র গর্ভে শান্তিতে ঘুমিয়ে গেল। আমার স্বপ্নের মাঝে যেন ফুটে উঠল এক রঙিন গোলাপ। মনে হলাে সমস্ত সমুদ্রসৈকত জুড়ে গােলাপের সেই সৌরভ। হঠাৎ যেন শুনতে পেলাম ‘অন্ধকার হয়ে আসছে যেতে হবে। তাই বিদায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url