অনুচ্ছেদ রচনা : গণতন্ত্র
গণতন্ত্র
আভিধানিক ভাষায় গণতন্ত্র হলাে জনসাধারণ কর্তৃক রাজ্য বা দেশ পরিচালনার আদর্শ। ইংরেজি 'Democracy' এর বাংলা পরিভাষা ‘গণতন্ত্র। গণ অর্থ জনগণতন্ত্র অর্থ শাসন; অর্থাৎ গণতন্ত্র বলতে জনগণের শাসন-ব্যবস্থাকে বুঝায় । গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যা জনগণের সংখ্যাধিক্যের স্বনির্বাচিত ব্যবস্থা এবং যা প্রত্যক্ষ ও পরােক্ষভাবে জনগণ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। গণতন্ত্র হলাে রাষ্ট্র পরিচালনার জন্য সর্বাধুনিক ও সর্বাপেক্ষা গ্রহণযােগ্য পদ্ধতি। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সংরক্ষণ নির্ভর করে মানবিক আচরণ ও মূল্যবােধের ওপর। বস্তুত, রাষ্ট্র পরিচালনার জন্য গৃহীত চারটি মূলনীতির অন্যতম একটি হলাে গণতন্ত্র। গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বলেছেন, গণতন্ত্র হলাে জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার। অর্থাৎ, যে শাসনব্যবস্থায় প্রত্যেক ব্যক্তিরই অংশ রয়েছে, সেটাই গণতন্ত্র। সুতরাং, বিশেষ অর্থে গণতন্ত্র বলতে এমন একটি রাষ্ট্রব্যবস্থাকে বােঝায় যা প্রত্যক্ষ বা পরােক্ষভাবে শাসনপদ্ধতি নির্ধারণ করার কিংবা শাসকবর্গ নির্বাচন করার অধিকার রাখে। যেহেতু জনগণই সকল ক্ষমতার উৎস, সেহেতু দেশের আপামর জনসাধারণের কল্যাণসাধনই গণতন্ত্রের মূল উদ্দেশ্য। আধুনিক বিশ্বে গণতন্ত্র এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ব্যবস্থা হিসাবে পরিগণিত। গণতন্ত্রের মৌলিক উপাদানগুলাের মধ্যে রয়েছেবাক্-স্বাধীনতা, ব্যক্তি-স্বাধীনতা, আইনের প্রতি শ্রদ্ধাবােধ, নিয়মতান্ত্রিক শক্তিশালী বিরােধী দল, পরমতসহিষ্ণুতা ও পরের অধিকারের। প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, ব্যক্তি-অধিকারের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, ব্যক্তি-অধিকার ও কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন . পদ্ধতি প্রভৃতি। গণতন্ত্রে জনগণের জীবনের মান উন্নয়ন, দেশের সমৃদ্ধি সাধন, নীতি নির্ধারণের ব্যাপারে জনগণের চাহিদা অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন ইত্যাদির নিশ্চয়তা থাকে বলে এটি একটি উত্তম শাসনব্যবস্থা হিসাবে বিশ্বে নন্দিত। বর্তমান বিশ্বের অধিকাংশ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও সব দেশের গণতন্ত্রের সুফল সমান নয়। তাই উন্নত দেশের গণতন্ত্র এবং অনুন্নত দেশের গণতন্ত্রের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। উন্নত দেশসমূহের গণতান্ত্রিক চেতনা যেভাবে দেশ ও জনগণকে শাসন করছে, স্বল্পশিক্ষিত দেশে, সেভাবে পারছে না। এসব অনুন্নত স্বল্পশিক্ষিত দেশে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে গিয়ে শাসকরা গণতান্ত্রিক মূল্যবােধকে চরমভাবে আঘাত করছে। অথচ গণতন্ত্রকে যথার্থ মর্যাদা না দিলে দেশের মঙ্গল সাধন হতে পারে না। তাই অনুন্নত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে উন্নত দেশের গণতান্ত্রিক মূল্যবােধ ও গণতান্ত্রিক আদর্শকে অনুসরণ করতে হবে। তাহলেই জনসাধারণ ভােগ করবে স্বাধীনতা ও প্রকৃত গণতন্ত্রের সুফল ।