অনুচ্ছেদ রচনা : বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু একটি ভালােবাসার নাম, বঙ্গবন্ধু একটি উপাধি। বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে জাতির পক্ষ থেকে এ উপাধি দেওয়া হয়েছিল। ফলে বাঙালির ভালােবাসার মানুষ শেখ মুজিবুর রহমান হয়ে গেলেন বঙ্গবন্ধু’ । তিনি হৃদয় উজাড় করে বাঙালি জাতিকে ভালােবেসেছেন, সুযােগ্য নেতৃত্ব দিয়েছেন এবং বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তাঁর জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ, গােপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে । ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং পর্যায়ক্রমে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। ভাষা-আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত তার বলিষ্ঠ নেতৃত্ব। বাঙালি জাতিকে এগিয়ে চলার প্রেরণা দিয়েছে। ১৯৬৬ সালে তিনি বাঙালির মুক্তিসনদ ৬ দফা ঘােষণা করেন। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাবন্দি করে। তাকে কারামুক্ত করার জন্য সারা পূর্ববাংলায় গড়ে ওঠে তীব্র গণআন্দোলন। অবশেষে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি এক বিশাল গণসংবর্ধনা সভায় বাঙালির প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পাকিস্তানি শাসকগােষ্ঠী শাসনভার ছেড়ে দিতে নানারকম টালবাহানার আশ্রয় নিতে থাকে। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে প্রায় দশ লক্ষ লােকের বিশাল সমাবেশে বঙ্গবন্ধু স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ঘােষণা দেন। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী এদেশের নিরীহ। মানুষকে নির্মমভাবে হত্যা শুরু করে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানের কারাগারে। গ্রেফতার হওয়ার আগে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের । ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশের মাটিতে ফিরে আসেন। যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশের শাসনভার গ্রহণ করে বঙ্গবন্ধু দেশ গড়ার কাজে দিনরাত পরিশ্রম করতে থাকেন। কিন্তু বাঙালি জাতির দুর্ভাগ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় দেশদ্রোহী সেনা-কর্মকর্তার হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত। হন। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি । তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ।