বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লেখ
বিনা বেতনে অধ্যয়নের অনুমতি প্রার্থনা করে অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখ।
অথবা, বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লেখ।
২ জানুয়ারি ২০২৩
বরাবর।
অধ্যক্ষ বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ
বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
বরাবর।
অধ্যক্ষ বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ
বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
বিষয় : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।
জনাব
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি আপনার কলেজের ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের একজন শিয়া ছাত্র । আমি বরাবরই পরীক্ষায় ভালাে ফল অর্জন করছি। কিছুদিন আগে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে চাকরি ছেড়ে দিতে হয়েছেন। তিনিই আমাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। আজ তার অসুস্থতায় আমাদের পিরবারে " অর্থকষ্ট নেমে এসেছে। এ অবস্থায় আমার পক্ষে পড়ালেখা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিনা বেতনে পড়ার সুযােগ না পেলে হয়তাে আমার আর পড়ালেখা করা হবে না।
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি আপনার কলেজের ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের একজন শিয়া ছাত্র । আমি বরাবরই পরীক্ষায় ভালাে ফল অর্জন করছি। কিছুদিন আগে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে চাকরি ছেড়ে দিতে হয়েছেন। তিনিই আমাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। আজ তার অসুস্থতায় আমাদের পিরবারে " অর্থকষ্ট নেমে এসেছে। এ অবস্থায় আমার পক্ষে পড়ালেখা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিনা বেতনে পড়ার সুযােগ না পেলে হয়তাে আমার আর পড়ালেখা করা হবে না।
অতএব মহাত্মন, উপরিউক্ত পরিপ্রেক্ষিত বিবেচনায় আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযােগ দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মিজানুর রহমান
ডিগ্রি পাস কোর্স (২য় বর্ষ), রােল নং-০২
আপনার একান্ত অনুগত ছাত্র
মিজানুর রহমান
ডিগ্রি পাস কোর্স (২য় বর্ষ), রােল নং-০২
বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যয়নের কাছে দরখাস্ত কলেজে