তােমার কলেজের অধ্যক্ষের নিকট প্রশংসাপত্র চেয়ে একটি আবেদনপত্র লেখ

তোমার কলেজের অধ্যক্ষের নিকট প্রশংসা পত্র চেয়ে একটি আবেদনপত্র লেখ

তােমার কলেজের অধ্যক্ষের নিকট প্রশংসাপত্র চেয়ে একটি আবেদনপত্র লেখ।


১০ সেপ্টেম্বর ২০২৩ 
মাননীয় অধ্যক্ষ 
পীরগাছা ডিগ্রি কলেজ, পীরগাছা, রংপুর। 

বিষয় : প্রশংসাপত্রের জন্য আবেদন। 

মহােদয় 

যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি আপনার কলেজের একজন প্রাক্তন ছাত্র। আমি আপনার কলেজ। থেকে ২০১৭ সালে বরিশাল শিক্ষা বাের্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছি। আমি কলেজের সাংস্কৃতিক ও ক্রীড়া দলের একজন সক্রিয় সদস্য ছিলাম। বর্তমানে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আপনার নিকট থেকে আমার একখানা প্রশংসাপত্রের একান্ত দরকার।

অতএব মহােদয় সমীপে বিনীত প্রার্থনা, দয়া করে আমার চরিত্র, শিক্ষাগত তথ্যাবলি ও আপনার কলেজে বিগত দুবছর অধ্যয়নকালীন আমার যাবতীয় কৃতিত্ব উল্লেখপূর্বক প্রশংসাপত্র দানে বাধিত করবেন। 

বিনয়াবনতー
আপনার অনুগত ছাত্র 
কল্যাণ মিত্র 
মানবিক শাখা, রােল নং : ২২৯৮
শিক্ষাবর্ষ : ২০২১-২০২২।
Next Post Previous Post
4 Comments
  • Unknown
    Unknown ৩১ জানুয়ারী, ২০২২

    আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ।

  • Unknown
    Unknown ২০ ফেব্রুয়ারী, ২০২২

    আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হইছে

  • Unknown
    Unknown ১৭ মার্চ, ২০২২

    মাশাআল্লাহ

  • Unknown
    Unknown ২৩ মার্চ, ২০২২

    আচ্ছা এখানে লাস্টে কি সংযুক্তি দিতে হবে

Add Comment
comment url