|
অনুচ্ছেদ রচনা : সাম্প্রদায়িক সম্প্রীতি |
সাম্প্রদায়িক সম্প্রীতি
পৃথিবীতে নানা জাতি, ধর্ম, বর্ণ, গােষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ বাস করে। নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রীতি ও ভ্রাতৃত্বের যে ভাব বিদ্যমান থাকে তাই সাম্প্রদায়িক সম্প্রীতি । কোনাে দেশে শুধু একটি জাতিসত্তা ও ধর্মীয় সম্প্রদায় বাস করে না। আমাদের দেশেও নানা জাতি-গােষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। বাংলার হাজার বছরের ইতিহাসে বহু জাতি-গােষ্ঠীর মানুষ এদেশে এসে প্রীতির বন্ধনে | আবদ্ধ হয়েছে, রক্তের সম্পর্ক গড়ে উঠেছে, তাই তাে আমরা সংকর জাতি । আমাদের প্রাকৃতিক পরিবেশ, ঐতিহ্য, সংস্কৃতি কখনােই | সম্প্রদায়গত বিভেদ সৃষ্টি করেনি। বরং এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনাকেই ধারণ করেছে। এক ধর্মের উৎসব-অনুষ্ঠানে অন্য ধর্মের মানুষ অংশগ্রহণ করে। ভালােবাসার বন্ধনে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, বাঙালি, অবাঙালি আবদ্ধ । তারপরও কখনাে কখনাে স্বার্থান্ধ বিদেশি শক্তি বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিয়ে এদেশের মানুষের একতার | বন্ধনকে ছিন্ন করতে চেয়েছে, কিন্তু তারা সফল হয়নি। এই মাটি, বায়ু, চন্দ্র, সূর্য, সুনীল সাগর মানুষকে যে উদারতা শিখিয়েছে তাই তাদের অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে রেখেছে। সাম্প্রদায়িক বিবাদ মানুষের জন্য অকল্যাণকর। বহু মানুষের রক্তক্ষরণ হয় সাম্প্রদায়িক বিবাদে। সাম্প্রদায়িক বিবাদে মানবতা পরাজিত হয়। সারা বিশ্বেই সাম্প্রদায়িক বিবাদে বহু মানুষের ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক উন্নতি ব্যাহত হচ্ছে। জাতীয় উন্নয়নের জন্যও সাম্প্রদায়িক সম্প্রীতি জরুরি। আমরা আমাদের দেশের উন্নতির জন্য, মানবতাকে রক্ষার জন্য, এদেশের নানা ধর্ম-সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখব- এটাই আমাদের প্রত্যাশা।
Not bad